আজ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাচনের ন্যায় ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাফী বিন কবির জানিয়েছেন। সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নগরকান্দার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১ লাখ ৬৯ হাজার ৪ শত ৯৭ জন ভোটার ৬৫ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অপরদিকে সালথায় ৫০টি ভোট কেন্দ্রে ১ লাখ ৪২ হাজার ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নগরকান্দায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার মোটরসাইকেল প্রতীক ও কাজী শাহজামান বাবুল আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস- চেয়ারম্যান (সংরক্ষিত নারী সদস্য) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। অন্যদিকে সালথা উপজেলায় দুই জন প্রার্থী থাকলেও রোববার মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান তার প্রার্থীতা প্রত্যাহার করলে এখন চেয়ারম্যান পদে নামে মাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভাইস- চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। গত সোমবার বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে প্রিসাইডিং কর্মকর্তার নেতৃত্বে ভোটের সকল সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হয়েছিলো সকল সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। খুব সকালে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌছানোর কথা। নির্বাচনে ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, আনসারসহ অন্যান্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। সোমবার সকালে মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া) শৈলেন চাকমা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান। নির্বাচন নিয়ে নগরকান্দায় টান টান উত্তেজনা বিরাজ করছে। চেয়ারম্যান পদে মাত্র দুইজন প্রার্থী থাকায় সবার নজর এখন নগরকান্দার নির্বাচনের দিকে। আজ রাতেই পাওয়া যাবে কে হচ্ছেন নগরকান্দা উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান। কঠিন প্রতিদ্বন্দিতা হবে এ পদে। ভোট গননা না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবেনা কে বিজয়ী হচ্ছেন। লড়াইটা হবে সমানে সমান। সামান্য ভোটের ব্যাবধানেই জয় পরাজয় নিশ্চিত হবে। অন্যদিকে সালথায় ওয়াদুদ মাতুব্বর বিজয়ের হাসি হাসবেন এটা প্রায় নিশ্চিত। কারন তার প্রতিদ্বন্দি প্রার্থী ওয়াহিদুজ্জামান নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রচার মাধ্যমের সামনে।