সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন

মোঃ ছালাহ্ উদ্দিন (সোনাগাজী) ফেনী
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪

সোনাগাজী সদর ইউনিয়নের আফসার উদ্দিন মডেল প্রাথমিক বিদ্যালয়ে কতিপয় কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্রে ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার সকালে ইউনিয়নের চরখন্দকার গ্রামের জেলে পাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শতশত স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করে। সূত্রে জানা গেছে, ২০১৬ সালে নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা প্রান্তিক জনগোষ্ঠী ও হতদরিদ্র জেলে পরিবারের সন্তানদের জন্য স্থানীয়দের পৃষ্ঠপোষকতায় টিনশেড ঘর দিয়ে গড়ে ওঠে স্কুলটি। এর পর থেকে স্কুলটিতে প্রান্তিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রাণবন্ত। এ অবস্থায় স্কুলের টিনশেড স্কুল ঘরে ছাত্র-ছাত্রীদের জায়গা না হওয়ায় কমিটির পক্ষ থেকে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু কুচক্রী মহল এবং ভূমিদস্যুরা স্কুলের ভবন নির্মাণের জায়গাটিতে মালিকানা দাবি করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কারণে নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ রয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে কোমলমতি শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বলেন, ভূমিদস্যুদের ষড়যন্ত্রে আমাদের এই অবহেলিত এলাকার একমাত্র স্কুলটি আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাদের অব্যাহত ষড়যন্ত্রে স্কুল ভবন নির্মাণ করতে বাধাগ্রস্ত হচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সদস্য শফিউল্লাহ চুট্টো মহাজন, মহিলা ইউপি সদস্য রোকেয়া আক্তার, সাবেক ইউপি শিউলি রানী দাস, চরচান্দিয়ার সাবেক ইউপি সদস্য নুরনবী তোতা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জহিরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুর হোসেন বলেন, এই স্কুলটি এ এলাকার শিক্ষার আলো জালানোর একমাত্র বাহন। কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে স্কুলটি প্রাণবন্ত। দিন দিন শিশু শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। স্কুলের জমিতে ভবন নির্মাণ করতে গেলে স্থানীয় ভূমিদস্যুরা উঠে পড়ে লেগেছে। তাই সকলের সহযোগীতা কামনা করছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জহিরুল ইসলাম অভিযোগ করেন, শুরু থেকেই বর্তমান স্কুল ভবন নির্মাণে বাধাদানকারীরা স্কুল পরিচালনায় অসহযোগীতা করে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ তাদের বিরোধিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com