শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে সমাজসেবার উদ্যোগে ক্ষুদ্রঋণ কর্মসূচি শীর্ষক সেমিনার

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘোচায় দৈন্য, আনে সুদিন” স্লোগানকে সামনে রেখে দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুস্থ অসহায় অবহেলিত অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকল কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব,প্রবন্ধ উপস্থাপক জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ফজলুল হক, সহকারী পরিচালক কামরুল হাসান সরকার,সাদুল্লাপুর থানার সেকেন্ড অফিসার ইনস্পেকটর শাহাদাত হোসেন, সাংবাদিক আমিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা, ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হক প্রমুখ। উল্লেখ্য যে- সমাসেবার আওতাধীন ক্ষুদ্র ঋণ ১৯৭৪ সালে ১৯ টি উপজেলায় শুরু হয়ে বর্তমানে সকল উপজেলায় কার্যক্রম চলছে। সাদুল্লাপুর উপজেলায় ক্ষুদ্র ঋন উপকারভোগীর সংখ্যা ১৪৫৬ জন এবং সরকারের বরাদ্দকৃত অর্থ ১১৪১১৪১২ টাকা। এছাড়াও দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পূর্ণবাসন কার্যক্রমে উপকৃত হয়েছে ১৬১ জন এবং বরাদ্দকৃত অর্থ ১৫৭১০৩৬ টাকা।রোকসানা বেগম বলেন- ক্ষুদ্রঋণ প্রদানে সঠিকভাবে উপকারভোগী বাছাই, গ্রাম কমিটি, উপজেলা কমিটি ও ইউনিয়ন সমাজকর্মীদের সঠিক নিয়মে কাজ করলে কিস্তি আদায়ে কোন সমস্যা হবে না। তাই সঠিক ভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন। প্রজেক্টের মাধ্যমে পুরো অনুষ্ঠান পরিচালনা এবং বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন উপপরিচালক ফজলুল হক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com