বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

তিতাসে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম পরিদর্শন

আবু কোরাইশ (আপেল) কুমিল্লা উত্তর
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

কুমিল্লার তিতাসে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ। উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে ৫নং কলাকান্দি ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার প্রথম দিনের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মোসাঃ মোমিনুর জাহান, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, সাবেক শিক্ষক কবির আহমেদ, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ইউনিয়ন সুপারভাইজার মোঃ দেলোয়ার হোসেন ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর আলী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল সরকারসহ আরো অনেকেই। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটারদের ছবি তোলার এ কার্যক্রম গত ১৪ আগস্ট ২০২২ইং তারিখে শুরু হয়েছে, শেষ হবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে। এবিষয়ে তিতাস উপজেলা নির্বাচন অফিসার মোসাঃ মোমিনুর জাহান জানান, “সর্বশেষ তথ্য অনুযায়ী এই উপজেলায় নতুন ভোটারের সংখ্যা প্রায় ১২ হাজার হতে পারে। তাদের নির্ধারিত সময়ে স্ব-স্ব কেন্দ্রে ছবি তোলা ও অন্যান্য কার্যক্রমের জন্য হাজির হতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে, যাদের জন্ম তারিখ ০১ জানুয়ারী ২০০৭ বা তার পূর্বে তারা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে পারবেন। তিনি আরো বলেন, একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ।” পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ বলেন, ছবি তুলতে এসে নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নির্ভুল ভাবে নতুন ভোটারদের তথ্যসংগ্রহ করেছেন, সেই সঙ্গে নতুন ভোটারদের ছবি উত্তোলন টিমও নিখুঁত ভাবে ডাটা এন্টিসহ ছবি উত্তোলন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com