জেলার সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বাসিন্দা ও সফল ব্যবসায়ী স্বর্গীয় মনোরঞ্জন সিংহ তার ইচ্ছে ছিল কোন প্রতিষ্ঠানে জমি দান করে সরকারের খাতায় নাম লিপিবদ্ধ করা যায়। কোথায় কোন প্রতিষ্ঠানে জমি দান করবেন এই ভাবনায় হঠাৎ করে চলে গেলেন পরপারে, সময়টা ছিল ১৬-১২-২০১২ সাল। উনার ছেলেরা পিছু হটেননি বাবার মনের ইচ্ছা পূরণ করতে ঠাকুরাকোণা ইউনিয়ন পরিষদে বাবার নামে ভূমি দান করলেন। বড় ছেলে খোকন চন্দ্র সিংহ বলেন বাবার ইচ্ছা ছিল কোন প্রতিষ্ঠানে জমি দান করে নিজের নামটা সরকারি খাতায় লিখাবেন। আমরা ঠাকুরাকোণা ইউনিয়ন পরিষদে ৩০ শতাংশ জমি দান করে বাবার ইচ্ছাটা পূরণ করতে পেরেছি তার জন্য ইশ^রের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিবার সূত্রে জানা যায় সুখ লাল সিংহ পরিবার পরিজন নিয়ে ১৯১০সালে ভারতের খুঁজবিহার থেকে নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে এসে ছিলেন। এখানে নানা কর্মের ফাঁকে একটি ছোট ব্যবসা শুরু করেছিলেন। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে সুখ লাল সিংহ পরপারে চলে গেলেন। দাদার এই ব্যবসাকে সতততার সহিত কাজে লাগিয়ে মনোরঞ্জন সিংহ হয়ে উঠেন ঠাকুরাকোণা বাজারের একজন বড় ব্যবসায়ী। স্বর্গীয় মনোরঞ্জন সিংহ ছিলেন অত্যান্ত পরিচিত মুখ, সকল ধর্মের সবার সাথে সামাজিক সাংস্কৃতিক ভাবনায় ছিলেন অতুলনীয়। মৃত্যুর সময় দুই ছেলে চার মেয়ে রেখে গেছেন। বড় ছেলে খোকন চন্দ্র সিংহ ও ছোট ছেলে ধনু চন্দ্র সিংহ তারা দুই ভাই মিলে তার বাবার ব্যবসার হাল ধরে ধর্মিয় সামাজি সাংস্কৃতিক ও মানবতার সেবা নিয়ে এগিয়ে চলছেন। এই নিয়ে ঠাকুরাকোণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুর রাজ্জাক বলেন স্বর্গীয় মনোরঞ্জন সিংহ অত্যান্ত উদার মনের ছিলেন। তার ছেলে মেয়েরাও অত্যান্ত ভালো। তার বাবার নামে ঠাকুরাকোণা ইউনিয়ন পরিষদের ভূমি দান করাতে রাস্তার পাশে খোলামেলা জায়গায় ইউনিয়ন পরিষদটি পতিষ্ঠিত করা সম্ভব হয়েছে।