সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

হয়রানির বন্ধের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন 

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২

মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা 

জুলুম-নির্যাতন, অবৈধ দখলদারিত্ব, অপহরণ; মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি মহোদয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ শান্তিপ্রিয় ও বিবেকবান মানুষের সহায়তা কামনা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক দাবি করে গতকাল ২৭ আগস্ট বেলা ১১ টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলার পূর্ব সুন্দরপুর গ্রামের ভূক্তভোগী পরিবার। তাদের দাবি তারা স্থানীয় শাহিন-বারীক গংদের পক্ষ থেকে হয়রানির শিকার।
লিখিত বক্তব্যে পরিবারের পক্ষে শামছুজ্জান বলেন, তারা জয়পুরহাট সদর থানার পূর্ব সুন্দরপুর গ্রামের মরহুম বস্কর আলী ফকিরের কন্যা তৈমন নেসার ওয়ারিস (নাতি-নাতনী)। মরহুমার নজির হোসেন ও নূরুল হুদা নামে ২ পুত্র ছিলেন (উভয়ই মরহুম)। নানা ও মাতার মৃত্যুর পর দুই তাদের নামে ওয়ারিস হিসাবে হাতিগাড়া মৌজার খতিয়ান নং ৪, পূর্ব সুন্দরপুর মৌজার খতিয়ান নং ৩৩ এবং জোরা মৌজায় খতিয়ান নং ২৭ এমআরআর রেকর্ড হয়। কিন্তু ভূমিদস্যূরা তাদেরকে জমির দখল দেয়নি। কিন্তু ১৯৯০ সালে দখলদাররা ইচ্ছাকৃতভাবেই শুধু পূর্ব সুন্দরপুর মৌজায় আরএস ৪৭৬ নং খতিয়ান প্রস্তত করে দখল ছেড়ে দেয়। কিন্তু হাতীগাড়া ও জোরা মৌজায় এমআরআর পর্চায় নাম থাকার পরও জরিপ সংশ্লিষ্টদের সাথে যোগসাজস করে দুই ভাইকে জমি থেকে বি ত করা হয়। পরবর্তীতে পূর্ব সুন্দরপুর মৌজার জমি বেদখল দেয়ার জন্য জরিপ বিভাগে ৩০ ধারায় অভিযোগ দাখিল করে। তারা যথারীতি অভিযোগের জবাবও দেন এবং তারা নিশ্চত ছিলেম যে, জরিপ বিভাগ তাদের জবাবে সন্তষ্ট হয়েছে। কিন্তু ফাইনাল পর্চায় দেখা যায় যে, এসব ভূমিদস্যূরা জরিপ কর্মকর্তাদের সাথে যোগসাজস করে আরএস-৪৭৬ খতিয়ানে তাদের নাম অন্তর্ভূক্ত করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, তারা নিরুপায় হয়েই তড়িঘড়ি করে হাতীগাড়া মৌজায় রেকর্ড সংশোধনের জন্য ১২৪৫/২১ নং ল্যান্ডসার্ভে (দেওয়ানি মামলা) রুজু করেন। আর এই মামলা দায়েরের পর এসব ভূমিদস্যূরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে নানাবিধ হুমকী দিতে থাকলে জানমালের নিরাপত্তার চেয়ে ২/২/২২ তারিখে ৬৮ নং সাধারণ ডাইরী করা হয়। তারা গত গত ১৪/৭/২২ তারিখে তাকে অপহরণ করে ব্যাপক মারধর করে গুরুতর জখম করে এবং স্বজনদেরও নির্দয়ভাবে পেটানো হয়। এতদসংক্রান্ত একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরে স্থানীয় জনগণের সহায়তায় ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। আর এ সুযোগেই বিবাদীরা উল্টো ভিকটিমসহ তার স্বজনদের বিরুদ্ধে ৪৪১ তাং ১৪/৭/২০২২ নং এফআইআর করে। ভিকটিম পক্ষ অহপহরণ ও মারধরের ঘটনায় থানায় এজাহার দিলে একদিন পর ৪৪৫ তাং ১৫/৭/২০২২ নং এফআইআর গ্রহণ করা হলেও এজাহারে অপহরণের ধারা অন্তর্ভূক্ত না থাকায় আসামীরা সহজেই জামিন পেয়ে যায়। এর আগেই পূর্ব সুন্দরপুর ও জোরা মৌজার ভুল রেকর্ড সংশোধনের জন্য বিবাদীদের বিরুদ্ধে আরও একটি ১৬৬/২২ নং দেওয়ানী মামলা রুজু করা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব প্রতিপক্ষ অবৈধভাবে তাদের দখলদারিত্ব অব্যাহত রাখার জন্যই একের পর ভূক্তভোগীদের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আবার উল্টো তাদের ওপর মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে নানাভাবেই হয়রানী করা হচ্ছে। অভিযোগকারীর দুই ভাইপো গোলাম হাফিজ( আনসার ভিডিপির জয়পুরহাট পৌর সভার ৯নং ওয়ার্ড দলনেতা) ও শাকিল জিআর-৪৯৩/২০২২ মামলায় জামিন পাওয়ার পর নতুন করে কঠোর ও জামিন আযোগ্য দিতে জেলে পাঠানো হবে বলে হুমকী দেয়া হচ্ছে। সম্প্রতি এসব ভূমিদস্যূরা নিজেদের অপকর্মকে আড়াল করার জন্যই ফৌঃ কাঃ বিধি ১০৭/১১৭ ধারায় ৬৫পি/২০২২ নং মামলা তাদের বিরুদ্ধে আনয়ন করেছে। অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। এই মামলার ১ ও ২ নং স্বাক্ষী বাদীর আপন চাচাতো ভাই এবং ৩ নং স্বাক্ষী বাদীর স্ত্রী। মামলার বর্ণিত ২ ও ৮ নং প্রতিপক্ষ পেশাগত কারণে ঢাকায় বসবাস করেন। তারা কথিত ঘটনার তারিখে ঘটনাস্থলে উপস্থিত থাকার কোন প্রশ্নই আসে না।
পরিশেষে বলা হয়, ‘ সাংবাদিক সমাজ জাতির জাগ্রত বিবেক। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীতি অনুরোধ করছি, আপনারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com