শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

উলিপুরে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধন

মোবাশ্বারুল ইসলাম মুরাদ উলিপুর (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙন প্রতিরোধ, টি-বাঁধ নির্মান ও স্থায়ী সমাধানের দাবীতে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার(৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা তিস্তা নদীর পাড়ে এলাকাবাসীর উদ্যোগে প্রায় দুই হাজার মানুষের অংশগ্রহনে ভাঙন প্রতিরোধ ও স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বজরা ইউনিয়নের পশ্চিম বজরায় গত কয়েকদিনে সাদুয়া দামার হাট ও কালাপানি বজরা গ্রামের ৫ শতাধিক পরিবারের বসতবাড়ি, আধা কিলোমিটার পাকা রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। আমরা এলাকাবাসী ত্রাণ চাই না, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা চাই। অবিলম্বে তিস্তা নদী ভাঙন প্রতিরোধ, টি-বাঁধ নির্মান ও স্থায়ী সমাধানের জোর দাবী জানান তারা। এ সময় বক্তব্য রাখেন, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, বজরা দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সুপার আবু ইয়াহিয়া, বজরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু জার গিফারী, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক প্রমুখ। উল্লেখ্য, গত কয়েকদিনের তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে পশ্চিম বজরা কমিউনিটি ক্লিনিক, পশ্চিম বজরা জামে মসজিদ, পশ্চিম বজরা হাট, পশ্চিম কালপানি বজরা জামে মসজিদ, পশ্চিম বজরা দাখিল মাদরাসাসহ একটি ঈদগাহ মাঠ, ব্র্যাক প্রি-প্রাইমারী স্কুল, পুরাতন বজরা কালী মন্দিরসহ ১০ একর আবাদি জমি, আধা কিলোমিটার পাকা সড়ক ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com