কুমিল্লার দাউদকান্দিতে ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২২-এর জোন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জুরানপুর ভেন্যুতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় ¯’ায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিনুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা। অন্যান্যদের মাঝে উপ¯ি’ত ছিলেন উপজেলা ক্রীড়া সং¯’ার সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম টাইগারসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ প্রমুখ উপ¯ি’ত ছিলেন। উক্ত ভেন্যু ফাইনাল খেলায় জুরানপুর করিমুন্নেছা উ”চ বিদ্যালয় বনাম জামালকান্দি ওসমানিয়া উ”চ বিদ্যালয়ের মুখোমুখি হয়। পড়ে ১-০ গোলে জামালকান্দি ওসমানিয়া উ”চ বিদ্যালয়েরকে পরাজিত করে জুরানপুর করিমুন্নেছা উ”চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অঃ) সুবিদ আলী ভূঁইয়া( এমপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলা-ধূলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ বির্নিমাণে যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলা-ধূুলার প্রতি মনোযোগী হতে হবে। কেননা খেলাধূলা শিক্ষার্থীদের সু¯’ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আয়োজক কমিটিকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ দেন।