বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

মিরসরাইয়ে বিজয়ী দলের উপর পরাজিত দলের অর্তকিত হামলায় ৩ খেলোয়াড় আহত

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

মিরসরাইয়ে জাতীয় গ্রীষ্মকালীন ফুটবল খেলায় বিজয়ে দলের উপর হামলা চালিয়েছিহ পরাজিত দলের সমর্থকরা। এতে বিজয় দলের ৩ খেলোয়াড় গুরুত্বর আহত হয়েছে এছাড়াও আরো অনেকে হামলার শিকার হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। আহত খেলোয়াড়রা হলেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লা আল নোমান(১৬), মাহমুদ হাসান শ্রাবণ(১৬), ভূপেন দে(১৭)। তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় মিরসরাই উপজেলার বিভিন্ন স্কুলভিত্তিক দলের সাথে ফুটবল টুর্নামেন্টে নকআউট পর্বের খেলা চলছে। শনিবার সকালে খেলার সেমিফাইনালে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। খেলা শেষে পরাজিত দলের সমর্থকদের হামলায় বিজয়ী দলের ৩ খেলোয়াড় সহ বেশ কয়েকজন আহত হয়েছে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পলাশ মল্লিক বলেন, আমরা জয়লাভ করার পর মাঠে বসে ছিলাম। এরপর স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় পরাজিত দলের সমর্থকরা আমাদের উপর হঠাৎ চড়া হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে আমাদের গোলকিপার শ্রাবণ সহ তিনজন গুরুতর আহত হয়?। আমরা দোষীদের দৃষ্টান্তমূল শাস্তি দাবি করছি।’ মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, দুই দলের খেলোয়াড়দের মধ্যে খেলার মাঠের বাহিরে সামান্য ধাক্কাধাক্কির ঘটনার খবর পাইছি। বড় ধরনের কিছু হওয়ার আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, খেলা পরবর্তী সময়ে হাতাহাতির ঘটনা শুনেছি। দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com