সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

ফয়সল চৌধুরী পিএইচডি ডিগ্রি অর্জন

খায়রুল ইসলাম সীতাকুন্ড (চট্টগ্রাম)
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

সীতাকুন্ড পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ শিবপুরের কৃতিসন্তান ফয়সল চৌধুরী স্কটল্যান্ডের বিশ্বখ্যাত গ্লাসগো বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি লাভ করেছেন। স্কটল্যান্ডের খ্যাতনামা ইউনিভার্সিটি, গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে (ইউকে) গবেষণা করে তিনি এ ডিগ্রী অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কর্মরত থাকাকালিন মানবসম্পদ ব্যবস্থাপনার উপর গবেষণা চালিয়ে তিনি এ সাফল্য লাভ করেন। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও বিবিএ প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কর্মরত ডঃ মুহাম্মদ ফয়সল চৌধুরী প্রিয় মাতৃভূমির টানে বাংলাদেশে এসেও গবেষণা ও শিক্ষকতায় মনোনিবেশ করেন। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড পৌরসভার ৯নং ওয়ার্ডের অর্ন্তগত শিবপুর চৌধুরী বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বখতিয়ার উদ্দিন চৌধুরী ও রওশন আরা চৌধুরীর জ্যৈষ্ঠপুত্র। ফয়সল চৌধুরীর বাবা বখতিয়ার উদ্দিন চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা এবং মা রওশন আরা চৌধুরী শহীদ বুদ্ধিজীবী শেখ রোস্তম আলীর কন্যা হয়। ৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহ কামাল চৌধুরী জানান, ডঃ ফয়সল চৌধুরী সম্পর্কে আমার চাচাত ভাই। মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান স্কটল্যান্ডের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করায় ডঃ ফয়সল চৌধুরীকে প্রাণঢালা অভিনন্দন জানাই। ফয়সল চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া আদায় করছি যে আজ আমার বড় ছেলে মুহাম্মদ ফয়সল চৌধুরী পিএইচডি অর্জন করেছে। ছেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু সহ ভবিষ্যৎ রচনায় তিনি সকলের দোয়া কামনা করেন। এদিকে স্কটল্যান্ডের গ্লাসকো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করায় ডঃ ফয়সল চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সীতাকু- হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট এর নির্বাহী পরিচালক ও চট্টগ্রামস্থ সীতাকুন্ড সমিতির সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। তিনি আরো জানান ডঃ মুহাম্মদ ফয়সল চৌধুরী শুধু শিবপুর কিংবা সীতাকুন্ড পৌর এলাকার নয় বরং সমগ্র দেশের গৌরব। সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম জানান, বীর মুক্তিযোদ্ধা বখতিয়ান উদ্দিন চৌধুরী আমার বাল্যবন্ধু ও মহান স্বাধীনতা যুদ্ধের সহযোদ্ধা। তার ছেলে আমাদের ¯েœহের ভাতিজা ডঃ মুহাম্মদ ফয়সল চৌধুরী স্কটল্যান্ডের একটি গৌরবময় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করায় সীতাকু- পৌরবাসীর সাথে আমিও আনন্দিত ও গর্বিত। আমি তার উজ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com