বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

রাজশাহীতে সাড়ে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমা ল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। তিনি বলেন, সরদহ রেলস্টেশনে প গড়ের উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেসের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। গত সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। রাত ১২টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। তবে সারা রাত থেমে থেমে বৃষ্টি হওয়ায় উদ্ধার কাজ বিঘ্নিত হয়েছে।
উদ্ধার কাজ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার ভোর ৫টা ৪৩ মিনিটে। ট্রেন চলাচলের উপযোগী হয়েছে সাড়ে ৬টার দিকে। এরপর ওই পাশে আটকা পড়া তিতুমীর এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম গতকাল মঙ্গলবার সকালে বলেন, লাইন সারাতে সকাল হয়ে যায়। এতে রাতে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। পরে আজ সকাল সাড়ে ছয়টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে অন্য ট্রেনগুলোও শিডিউলে খানিকটা সময় লাগবে বলে তিনি জানান।
রাজশাহী স্টেশনের প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন বলেন, রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সরদহ স্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেনটি আর ছাড়া যায়নি। রাতেই ট্রেনের টিকিট যাত্রীদের ফেরত দেয়া হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com