ফেনীর দাগনভূঞা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহাম্মদ।মঙ্গলবার (২২ জানুয়ারী) উপজেলা বিআরডিবি অফিসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতিগুলোর প্রতিনিধি ৬৭ জন ভোটার উক্ত নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিআরডিবি সুত্রে জানা যায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র, জামায়াত নেতা নজির আহাম্মদ চেয়ার প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ ভোট। ১৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন নজির আহাম্মদ। বাকি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ- সভাপতি এম রহিম উল্লাহ বাবুল, সদস্য-আবুল বাশার, আব্দুর রহমান মামুন, দেলোয়ার হোসেন, মোহাং নাছির উদ্দিন, মঞ্জু রানী মজুমদার ও আয়শা আক্তার।