শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

কোচ ছোটনকেই কৃতিত্ব দিলেন সাবিনা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

এবারের সাফ ওমেন চ্যাম্পিয়নশিপটা ক্রমেই সাবিনাময় হয়ে উঠেছে। এ পর্যন্ত আসরের সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করা বাংলাদেশ দলের অধিনায়ক স্ট্রাইকার সাবিনা খাতুন। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতার আসনটি দখল করে রেখেছেন। গতকাল শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে ভুটানের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এটি ছিল টুর্নামেন্ট তার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে পাকিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন সাবিনা। সর্বোপরি এ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩২টি গোল করেছেন সাবিনা। অবশ্য তার এবং দলের এমন অসাধারণ সফলতার নেপথ্যে রয়েছেন প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন। এমন দুর্দান্ত পারফর্মেন্সে প্রতিনিয়তই প্রশংসায় ভাসছেন সাবিনা। নিজের এমন অসাধারণ পারফর্মেন্সের নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন করা হলে সাবিনা বলেন,‘ সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দিতে। আরো ভালো দেয়ার চেষ্টা করবো ফাইনালে। স্যারের সাথে (ছোটন) আমাদের পরিকল্পনাটা হয় দুর্দান্ত। তিনি যেভাবে পরিকল্পনা করেন সেভাবে খেলার চেষ্টা করেছি।’ নেপালের দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত ম্যাচে ভুটানের বিপক্ষে ৮-০ গোলে জয়ের পর ম্যাচ সেরা এই ফুটবলার বলেন, ‘বড় ব্যবধানে ম্যাচ জয় করতে পেরে ভালো লাগছে।’
বাংলাদেশ অধিনায়ক বলেন,‘ স্যার সব সময় আমাদের সাথেই থাকেন। আসলে তিনিই আমাদের বড় প্রাপ্তি। আমরা জানি পরিশ্রমের ফসল সবাই পায়। অবশ্যই এটা স্যারের ক্রেডিট (কৃতিত্ব)। স্যারের মতো একজন শিক্ষক পেয়েছি বলেই মেয়েরা এত উজ্জীবিত।’ ব্যক্তিগত প্রসঙ্গে সাবিনা বলেন, আমি নিজের সর্বোচ্চটা সব সময় দিয়ে যাওয়ার চেষ্টা করবো। ভুটান গোল হজম করলেও দারুন খেলেছে। বাংলাদেশের মহিলা ফুটবলও যে উন্নতি করেছে তার চিত্রটা আপনারাই দেখছেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com