শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরে চেয়ারম্যান পদে ৪ জন ও সদস্য পদে-১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

আগামী ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদের নির্বাচনে পিরোজপুরে মনোনয়ন পত্র বাছাই শেষে চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে এ পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে (পুরুষ) ১১ জন এবং সংরক্ষিত (নারী) সদস্য পদে ০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে। রোববার সকাল ১০টায় মনোনয়ন পত্র বাইছ কার্যক্রম অনুষ্ঠানে শুরু হয়,এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটর্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সাধারণ সদস্য পদে (পুরুষ) ২৩ জন এবং সংরক্ষিত (নারী) সদস্য পদে ০৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন নির্বাচনের রিটর্নিং অফিসার। জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটর্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা জানান, বিভিন্ন কারনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ২৩ জন এবং সংরক্ষিত (নারী) সদস্য পদে ০৭ জন সহ মোট ৩২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা এবং পৌর আওয়ামী লীগের সদস্য সালমা রহমান হ্যাপি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল মাসুদ, নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসাঃ হাসিনা মনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পিরোজপুর জেলার ৫৪টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, দুই পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ৭ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৭৪৭ জন ভোটার ভোট প্রদান করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com