শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

নিম্নমুখী হচ্ছে গমের আন্তর্জাতিক বাজার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বেশ কয়েক কার্যদিবসে অব্যাহত বাড়ার পর অবশেষে নিম্নমুখী হতে শুরু করেছে গমের আন্তর্জাতিক বাজার। তবে সরবরাহ নিয়ে এখনো উদ্বেগ থাকায় স্বল্পমাত্রায় শস্যটির দাম কমছে। খবর বিজনেস রেকর্ডার। বিশ্লেষকরা বলছেন, কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে ইউক্রেন সম্প্রতি রফতানি বাড়ানোয় বাজার নিম্নমুখী হয়ে উঠেছে। এতে সরবরাহ নিয়ে আবারো উদ্বেগ দেখা দিচ্ছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আবারো কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে রফতানি বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয়ায় এ উদ্বেগ আরো তীব্র আকার ধারণ করেছে।
সর্বশেষ কার্যদিবসে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য একদিনের ব্যবধানে দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৮ ডলার ৭০ সেন্টে। এছাড়া ভুট্টার দাম দশমিক ৩ শতাংশ কমে বুশেলপ্রতি ৬ ডলার ৬৫ সেন্টে নেমেছে। সয়াবিনের দাম কমেছে দশমিক ৫ শতাংশ। প্রতি বুশেল বিক্রি হয়েছে ১৪ ডলার ১ সেন্টে। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় জানায়, সরকারিভাবে ৬ লাখ ২২ হাজার হেক্টরে গম আবাদ করা হয়েছে। এসব গম আগামী বছর উত্তোলন করা হবে। এবার মাত্র ১৬ শতাংশ জমিতে আবাদ হয়েছে। দেশজুড়ে মোট আবাদ ৪৬ লাখ থেকে কমে ৩৮ লাখ হেক্টরে নামবে। রুশ সেনাদের হামলার কারণেই আবাদ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com