বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

শ্রেণিকক্ষ সংকটে ফরিদগঞ্জের সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

এমরান হোসেন লিটন (ফরিদগঞ্জ) চাঁদপুর
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫৪ নং সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। পড়ালেখা, খেলাধূলা, সাংস্কৃতিক, বাহ্যিক জ্ঞানসহ শিক্ষামূলক নানা কর্মকান্ডে বিদ্যালয়টি এগিয়ে থাকলেও রুম সংকটের কারণে দূর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। ফরিদগঞ্জ সদর থেকে প্রায় ৮/৯ কিলোমিটার পথ দূরে ৭ নং পাইকপাড়া ইউনিয়নের চৌরঙ্গী বাজার সংলগ্ন স্থানে বিদ্যালয়টি অবস্থিত। সরজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায়, ১৯৩৯ সালের জানুয়ারী মাসে পাইকপাড়া ইউনিয়নে বিদ্যালয়টি স্থাপিত হয়। তৎকালীন সময়ের এলাকার বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আব্দুল মতিন পাটোয়ারী সহ আরো কয়েকজন শিক্ষানুরাগীর উদ্যোগে এলাকার কয়েকজন দানশীল ব্যক্তির অনুদানে বিদ্যালয়ের নামে ৩৩ শতক জমি দান করেন। পরে তারা একটি দোচালা টিনের ঘর করে প্রাথমিক ভাবে পাঠদান শুরু করেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৩ কক্ষ বিশিষ্ট একটি ভবন ও ২ কক্ষ বিশিষ্ট একটি ভবন থাকলেও ভবন দুটি জরাজীর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হওয়ার মত হয়ে পড়েছে। বিদ্যালয়টিতে প্রায় দুইশত পঞ্চাশ জনের মত ছাত্র-ছাত্রী, ১০জন শিক্ষক থাকার কারণে এবং পর্যাপ্ত পরিমাণ রুম না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে চরম ব্যাঘাত ঘটছে। সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তৎকালীন সময়ে জাতীয়করণ করার পর হতে অদ্যবধি সুনামের সহিত পরিচালিত হয়ে ছাত্র-ছাত্রীরা মেধা তালিকায় স্থান করে আসছে। এলাকার অভিভাবকরা বলেন, বিদ্যালয়ে দুটি ভবন থাকলেও একটি পরিত্যক্তোর মতই। এবং নতুন ভবনটি ২০০৫ সালে করলেও তাতে রুম সংকট রয়েছে। অভিভাবক মহল আরো বলেন, পরিত্যক্ত ভবনের কাছে শ্রেণীকক্ষ সম্প্রসারনে নতুন ভবন নির্মাণ, ও নানা সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম বলেন, বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী সংকট না থাকলেও শ্রেণী কক্ষের তীব্র সংকট রয়েছে। আমাদের বিদ্যালয়টিতে প্রতি বছরই দু’তিনজন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে শতভাগ শিক্ষার্থীই উত্তীর্ণ হয়ে আসছে। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ২শত ৪০ জন। তিনি আরো বলেন দানশীল ব্যক্তিদের অনুদানে বর্তমান এ বিদ্যালয়টি। বিদ্যালয়টি সৃষ্টির পর থেকে এলাকাটি এখন আলোকিত হয়ে উঠছে। তিনি বিদ্যালয়ের দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রধান শিক্ষক বিদ্যালয়টিতে একটি নতুন ভবন পাওয়ার অধীর আগ্রহে আছে। তিনি বলেন বিদ্যালয়টিতে বর্তমানে রং এবং চুন কালি ও বিভিন্নভাবে মেরামত করে ক্লাস নেওয়া হচ্ছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করে দেওয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মাহাবুবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবনের প্রয়োজন আছে” সেটা আমরা অবগত আছি। এবং আমরা অফিসিয়ালি ভাবে ভবন ছেয়ে এ বিদ্যালয়টির নামের তালিকা প্রেরণ করেছি। সেখানে হয়তো সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন আসার সম্ভাবনা আছে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com