বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

ময়মনসিংহ ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২

সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সাফজয়ী কলসিন্দুরের ৮ নারী ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অসৌজন্যমূলক আচরণ, হেনস্থা ও পেশাগত কাজে বাধা প্রদানের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহের সাংবাদিকরা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও বাফুফে বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সাফজয়ী কলসিন্দুরের ৮ নারী ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হেনস্থা ও পেশাগত কাজে বাধা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহকালে এখন টেলিভিশন, সময় টেলিভিশন এবং যমুনা টেলিভিশনের সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও তাদের হেনন্তা করা হয়েছে। ওই সময় এখন টেলিভিশনের গাড়িতেও হামলা হয়। এছাড়া ফুটবলাররা সার্কিট হাউসে পৌঁছানোর পর তাদের সাক্ষাৎকার নিতে গেলেও অসহযোগিতামূলক আচরণসহ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। এই ঘটনার প্রতিবাদে রোববার (০২ অক্টোবর) রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত ১০টি সাংবাদিক সংগঠনের যৌথ সভায় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সব সংবাদ বর্জনের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও বাফুফে বরাবর স্মারকলিপি প্রদান কারার সিদ্ধান্ত হয়। স্মারকলিপি প্রদানকালে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি শেখ মহিউদ্দিন আহাম্মদ, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এনসিজেএ) সভাপতি, সাধারণ সম্পাদক এএসএম হোসাইন শাহীদ, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি রাকিবুল হাসান রুবেলসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com