নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে দি চাইল্ড লার্নিং হোমস এর মিলনায়তনে ‘‘শিক্ষকেই শুরু শিক্ষার রুপান্তর’’ এই প্রতিপাদ্যে প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় স্কুলের পরিচালক মো. সাইদুল ইসলাম এর সভাপতিত্বে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, পুষণ সাহা, আসমা আক্তার, জিয়াউল হক শুভ, রুমানা আক্তার লিপি, পুষ্প ঘোষ, রিংকী আক্তার, তন্ধী বক্রবর্ত্তী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন। বক্তারা বলেন, ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবার দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু করেন। শিক্ষকদের প্রতিদান কোন কিছুর সাথেই তুলনা করা যায় না। একজন আদর্শবান শিক্ষক একজন শিক্ষার্থীর কাছে একটা পৃথিবীর মতো। আসুন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরি।