বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১৩ জন আসামি গ্রেফতার হয়েছে। শনিবার (০৮ অক্টোবর) দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামিরা হলো, মঈন উদ্দিন সরদার মহি আহম্মেদ, পিতা-মৃত বেলাল হোসেন সরদার,সাং-নারায়নপুর, আনজু বেগম, স্বামী-মৃত মধু শেখ, সাং-ভবেরবেড়, নাহার বেগম, পিতা-আঃ মাজেদ, সাং-কাগজপুকুর,অন্যান্য পরোয়ানা ভুক্ত আসামী- মুকুল হোসেন, পিতা-মৃত কালাম,সাং-ভবেরবেড়, কুদ্দুস, পিতা-কাজল, সাং-গাতীপাড়া, আলামিন, পিতা-মোঃ রহিম গাজী, সাং-রাজাপুর, রানা, পিতা-মোঃ হারুন, সাং-বালুন্ডা, আলমগীর হোসেন, পিতা-মোঃ খোরশেদ আলম, সাং-পোড়াবাড়ী নারায়নপুর, শাহজাহান আলী, পিতা-মৃত দুদে ফকির, সাং-গাতীপাড়া, টুটুল শেখ, পিতা-মৃত আবু তাহের শেখ, সাং-ভবেরবেড়, আশিক রানা, পিতা-মৃত আব্দুল কাদের, সাং-বোয়ালিয়া, শফিকুল ইসলাম, পিতা-শওকাত আলী, সাং-রাজাপুর, শাহিন, পিতা-মোঃ আঃ মজিদ, সাং-পুটখালী, সর্ব থানা-বেনাপোল পোর্ট। পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।