সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসিদের উদ্যােগে ৫নং ও ৬নং ওয়ার্ডে দরিদ্র একশত পরিবারে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) ইউনিয়নের বুধরাইল মাঠে ঢেউটিন বিতরন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা যুক্তরাজ্য প্রবাসি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ সালেহ আহমদ ছালিক মিয়ার সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জিয়া ও মাওলানা আব্দুস সালাম মোরাদাবাদীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের জনন্দিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, যুক্তরাজ্য প্রবাসি মুহিবুর রহমান বাবু, যুক্তরাজ্য প্রবাসি, সমাজসেবক, শিক্ষানুরাগী ফয়জুৃল হক জুয়েল, যুক্তরাজ্য প্রবাসি জামিল আহমদ, সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ আলী আমদ দুলা, সমাজসেবক আলমগীর জিম্মাদার, আবুল হোসেন লালন, তাজুল জিম্মাদার, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ কামরান আহমদ, সমাজকর্মী আবু তাহের, ইউপি সদস্য আতিক আহমদ, ইউপি সদস্য সুহেল প্রমূখ। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা হারুনুর রশীদ।