ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২২ইং উপলক্ষে র?্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ দরবার হলে ‘দূর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা’ এই স্লোগানের প্রতিপাদ্যে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহামুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, পল্লীউন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, ঊপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আঃ সালাম খান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্রছাত্রী এবং সাংবাদিকবৃন্দ। অগ্নিকান্ড ও দূর্যোগ প্রশমনে প্রাথমিক পদক্ষেপসমূহ মহড়ার মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করে উপজেলা ফায়ার সার্ভিস। সার্বিক সহযোগীতায় ছিল ভার্ক-জুরিখ ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্ট ফরিদপুর।