যশোরের ঝিকরগাছা উপজেলার ব্যাংদা সীমান্তে অভিযান চালিয়ে ১০ কোটি টাকার ১০৬ পিচ সোনার বারসহ রাজু নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত আসামি-মোঃ রাজু আহম্মেদ(২০) সে যশোরের চৌগাছা থানাধীন বড় কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ঝিকরগাছা উপজেলাধীন ব্যাংদা বাঁশতলার মোড়ের পাকা রাস্তার উপর থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঝিকরগাছা উপজেলার কাশিপুরস্থ ব্যাংদা সীমান্ত দিয়ে স্বর্ণের একটা বড় চালান ভারতের পাচার হবে। এমন সংবাদে উক্ত এলাকার ব্যাংদা বাঁশতলার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপরে এক ব্যাক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশিকালে শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২ কেজি ৫শ গ্রাম ওজনের ১০৬ টি স্বর্ণের বারসহ তাকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১কোটি ১০ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আসামী ও স্বর্ণ ঝিকরগাছা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।