গলাচিপার বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট কলামিস্ট, সিনিয়র সাংবাদিক ও সভাপতি প্রেসক্লাব গলাচিপা, জনাব মু.খালিদ হোসেন মিলটন কে, গত ২৫ সেপ্টেম্বর/২২, ভারত-বাংলাদেশ যৌথ সমন্বয়ে, বরিশাল বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে, অল-ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি পুরস্কার পাওয়ায়, তার হাতে গড়া প্রাণের তুরস্ক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা ২০ অক্টোবর/২২ বৃহস্পতিবার ছুটি শেষে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দিত করে। শুভেচ্ছা কালে, স্কুলের উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান চৌধুরী, উজ্জ্বল মিয়া, লাভলী বেগম, সোনালী আক্তার, ইয়াসমিন, সীমা কর্মকার, সূমা, তুলি, শিকনূ ও জাহানারা শিল্পী ম্যাডাম সহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন তুরস্ক স্কুলের শিশু ছবি ঘরের সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া ও গন-মাধ্যম কর্মী মো. মাজহারুল ইসলাম মলি। পরে সকলে মিষ্টি মুখ করে। স্কুলের উপাধ্যক্ষ বলেন, এই পুরস্কার আমাদের স্কুলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং আমাদের সকলের প্রিয়ভাজন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাব সভাপতি মিল্টন মামাকে আল্লাহতায়ালা যেন, তাকে সন্মানের সাথে দীর্ঘজীবী করেন।