আধ্যাত্মিক সাধক হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা প্রবর্তিত চুনতির সিরাত মাহফিল যুগ যুগ ধরে মুহাম্মদুর রসুলুল্লাহ’র (স.) জন্ম থেকে নবুওয়তের প্রতিটি দিক প্রচারে আঞ্জাম দিয়ে যাচ্ছে। রসুলুল্লাহ’র শুভাগমন এই পৃথিবীর জন্য আল্লাহ’র পক্ষ থেকে মানুষের জন্য রহমত। শুক্রবার (২১ অক্টোবর) চট্টগ্রামের লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সিরাত ময়দানে ১৯ দিনব্যাপী আয়োজিত চুনতী সিরাত মাহফিলের ১৪তম আসরে এসব কথা বলেন বক্তারা। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে মাহফিলের ১৪তম আসরে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চট্টগ্রাম সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন চুনতী সিরাত মাহফিলের মোতোয়াল্লী কমিটির সদস্য মিয়া মোহাম্মদ গোলাম কবির, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মাওলানা মমতাজ, সীতাকু- আলিয়া মাদ্রাসার প্রধান মাওলানা মাহমুদুল হক। সঞ্চালনা করছেন চুনতি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম। মাহফিলে বক্তারা বলেন, ‘রাসুলুল্লাহ’র (স) জীবন থেকে প্রতিটি মুহুর্তই মানুষের অনুকরণীয়। তাঁর শুভাগমন এই পৃথিবীর জন্য আল্লাহ’র পক্ষ থেকে মানুষের জন্য রহমত। চুনতির শাহ সাহেব হুজুর রাসুলের জীবনের প্রতিটি অধ্যায়কে এই অঞ্চলের মানুষের মাঝে কার্যকরভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অর্ধ শতাব্দী আগে এই মাহফিল প্রবর্তন করেন। আমি বিশ্বাস করি, শতাব্দীর পর শতাব্দী এই মাহফিল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে চলতে থাকতে।’ এর আগে গত ৮ অক্টোবর চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সিরাত ময়দানে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক সিরাতুন্নবী (সা.) মাহফিলের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদ সদস্য প্রফেসর ড. মাওলানা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। প্রসঙ্গত, আধ্যাত্মিক সাধক হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ.) ১৯৭২ সালের ১১ রবিউল আউয়াল এ ঐতিহাসিক মাহফিলটি চালু করেন। সিরাত মাহফিল প্রতি বছর ১১ রবিউল আউয়াল বাদে যোহর শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল ফজর আজানের আগে মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।