গতকাল ব্র্যাক আঞ্চলিক অফিস সিরাজগঞ্জ এ এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী ও শিশু উন্নয়ন স্থায়ী কমিটি সিরাজগঞ্জ পৌরসভা, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জ,এনজিও প্রতিনিধি এবং সিডিও সদস্যরা অংশ গ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ ফাতেমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মো: রইস উদ্দিন, প্যানেল মেয়র-১ মো: নুরুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মিরা খাতুন, তাহমিনা খাতুন, শিখা খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মো: শাহ আলম প্রোগ্রাম অফিসার ব্র্যাক। আলোচনা সভায় বক্তারা বলেন দারিদ্র, অশিক্ষা, ব্যাধি এবং সামাজিক অবিচার দুরীভূত করে, দরিদ্র মানুষ এবং জনগোষ্ঠীর ক্ষমতায়নের পথকে প্রশস্ত করা। সংগঠনের বিভিন্ন উদ্যেগের বিস্তার ঘটিয়ে অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা এবং সমাজের সকল নারী ও পুরুষকে তাদের সম্ভাবনা ও সামর্থ্য বিকাশে সক্ষম করে তোলাও ব্র্যাকের লক্ষ। এছাড়া নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক মিটিং-১০টা, যুব আড্ডার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা ১২টি, সিডিও মিটিং ২৭৫২টি, পিজি মিটিং ২২৩টি। এছাড়া নারী উন্নয়নের লক্ষে এপর্যন্ত বাস্তবায়িত কার্যক্রম সমুহের মধ্যে লাইফলিহুড সহযোগীতা ৪০৬ জন, নেতৃত্ব ও সাংগঠনিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ১৪৪, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়োক প্রশিক্ষণ ৩৭ জন, খুদ্র ব্যবসা ব্যাবস্থাপনা প্রশিক্ষণ ৪০৬ জন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাস্থ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে ৪২ জনকে।