স্মার্টওয়াচ এখন অ্যান্ড্রয়েড ফোনের প্রায় সব কাজই করতে পারে। ফোন কল করা, রিসিভ করা, গান শোনা সবই হয় এক স্মার্টওয়াচে। এছাড়াও এতে রয়েছে একাধিক স্বাস্থ্য ফিচার। যা ২৪ ঘণ্টা ব্যবহারকারীর হার্ট রেট মনিটর করবে এবং আপডেট জানাবে। সেই সঙ্গে দিতে কতটুকু হাঁটলেন, ঘুমালেন, মানসিক স্বাস্থ্যের অবস্থা জানায় সর্বক্ষণ।
তবে দীর্ঘদিন স্মার্টওয়াচ ভালো রাখতে নিয়মিত যত্ন নিতে হবে। চলুন দেকে নেওয়া যাক কীভাবে অনেকদিন পর্যন্ত আপনার স্মার্টওয়াচটি ভালো রাখতে পারবেন- >> স্মার্টওয়াচ অনেকদিন ভালো রাখতে এর ব্যাটারির দিকে নজর দিন। সঠিক পদ্ধতিতে চার্জ দিন। অতিরিক্ত চার্জ যেমন স্মার্টওয়াচের ক্ষতি করতে পারে তেমনি ব্যাটারি একেবারে ০% হওয়ার পর চার্জ দেওয়াও ক্ষতির কারণ হতে পারে।
>> স্মার্টওয়াচে স্ত্রিন প্রটেক্টর ব্যবহার করুন। এতে স্ত্রিনে স্ক্র্যাচ পড়ার হাত থেকে রক্ষা পাবে। কিছুদিন পর পর প্রটেক্টর পরিবর্তন করে নতুনের মতো লুক দিতে পারবেন। >> চৌম্বক থেকে দূরে রাখুন। যেমন মাইক্রোওয়েভ, ম্যাগনেটিক থেরাপি, এমআরআই রুম ইত্যাদি জায়গায় যখন কাজ করছেন তখন স্মার্টওয়াচ ব্যবহার না করাই ভালো। অনেকেই হয়তো জানেন না দীর্ঘক্ষণ ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের উৎসের কাছাকাছি থাকলে স্মার্টওয়াচ নষ্ট হয়ে যেতে পারে।
>> নির্দিষ্ট স্থানে রাখুন। পোষা প্রাণীর কাছ থেকে দূরে রাখুন। এছাড়াও পানি বা অতিরিক্ত গরম স্থানেও স্মার্টওয়াচ রাখবেন না। যদিও এখন বেশিরভাগ স্মার্টওয়াচ পানিরোধী হয়ে থাকে। তবে অতিরিক্ত তাপ থেকে স্মার্টওয়াচ দূরে রাখাই ভালো। >> নিয়মিত স্মার্টওয়াচ মুছে পরিষ্কার রাখুন। তবে সাবান পানিতে ভিজিয়ে পরিষ্কার করতে যাবেন না। সেই সঙ্গে স্মার্টওয়াচের বেল্টও নিয়মিত পরিষ্কার রাখুন। এতে দীর্ঘদিন ব্যবহারের পরও ওয়াচ নতুনের মতোই থাকবে। >> তরল ডিশ ওয়াশার দিয়ে ঘড়ির বেল্ট পরিষ্কার করতে পারেন। যদি সেটা রাবার বা সিলিকনের হয়। তবে চামড়ার হলে পানি লাগাবেন না। সূত্র: ডিভাইস নেক্সট