কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে আ ক ম বাহাউদ্দিন ও সাধারণ সম্পদাক পদে আরফানুল হক (রিফাত) পুনর্র্নিবাচিত হয়েছেন। গতকাল শনিবার মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় সভাপতি-সাধারণ সম্পাদক পদে তাঁদের নাম ঘোষণা করা হয়। আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা-৬ আসনের (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) সংসদ সদস্য। অন্যদিকে আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এ পর্ব সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তখন কাউন্সিলররা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে আ ক ম বাহাউদ্দিন এবং আরফানুল হকের নাম প্রস্তাব করেন। এই দুই পদে আর কোনো প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে তাঁদের প্রতি হাত উঁচিয়ে সমর্থন করেন কাউন্সিলররা। দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনে উন্নীত হয়। এরপর ২০১৭ সালের ২২ জুলাই আ ক ম বাহাউদ্দিনকে সভাপতি ও আরফানুল হককে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। উল্লেখ, এর আগে গত ২৯ অক্টোবর সদর দক্ষিণ উপজেলা ও ৩০ অক্টোবর আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনেও পুরোনো নেতৃত্ব বহাল রাখা হয়। আওয়ামী লীগের তিনটি সম্মেলনে পুরোনোরাই সভাপতি, সাধারণ সম্পাদক পদে রয়ে গেলেন।