উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বদলগাছী উপজেলা প্রশাসন আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, ওসি (তদন্ত) রায়হান হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, আনসার – ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সেজার উদ্দিন, খাদ্য কর্মকর্তা শওকত জামিল প্রধান, সমবায় কর্মকর্তা লুৎফর রহমান, তথ্য আপা সন্ধ্যা লিন্ডুয়ার,বদলগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল এমরান হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সম্পাদক আব্দুল কাদের প্রমুখ। মেলায় ৪ টি প্যাভিলিয়নে উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উপর মোট ৩০ টি স্টলের মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের প্রদত্ত ডিজিটাল সেবাসমূহ প্রদর্শন এবং সরজমিনে সেবা প্রদান করা হয়। বিকেল বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেরা তিনটি উদ্ভাবনকে পুরস্কার প্রদান করা হয়।