বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি থেকে ছিটকে পড়া মজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব আকতার হেসেন তালুকদার মেবুলের স্থানে নব নিযুক্ত সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান ও সাবেক ছাত্র নেতা এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড, আবুল হোসেন শাহিনকে ফুল বিহীন সংবর্ধনা দিয়েছে বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (১৭) নভেম্বর বেলা ১২ টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে অস্থায়ী মঞ্চে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় জেলা বিএনপিতে নতুনভাবে আহবায়ক ও সদস্য সচিব হয়ে দলীয় নেতা কর্মীদের মাঝে ফিরে এসে আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিন দলীয় উজ্জিবিত নেতা কর্মীদের উর্দেশ্যে বলেন, এখন কোন আনন্দ করার সময় নয় আমাদের সকলকে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই অবৈধ শেখ হাসিনার সরকারের পতন নিশ্চিত করার মধ্যে দিয়ে দেশের গণতন্ত্রকে উদ্ধার করা সহ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্তি করা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাঠিতে ফিরিয়ে আনার মাধ্যমে এক মাত্র তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাব এর আগে আমাদের কোন ফুলের প্রয়োজন নেই। সংবর্ধনা মঞ্চে এখানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদল সহ-সাধারন সম্পাদক এম.জি ফারুক, বরিশাল জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম,যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান সাবু, আলহাজ্ব মন্টু খান, সাবেক সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চু, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক নাসির হাওলাদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জে.এম আমিনুল ইসলাম লিপন, যুগ্ম সম্পাদক নিজামুর রহমান নিজাম, বরিশাল জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু, জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু সহ জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ। এর পূর্বে বরিশাল বিমান বন্দর থেকে বিএনপি,যুবদল, ছাত্রদল নেতা কর্মীরা তিন শতাধিক মটর সাইকেল বহর নিয়ে আবুল হোসেন খান ও আবুল কালাম শাহিনকে সদররোড বিএনপি দলীয় কার্যলয়ে নিয়ে আসেন। এখানে অবস্থানরত নেতা কর্মীরা তাদেরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরন করে সংবর্ধনা মঞ্চে নিয়ে যায়। উল্লেখ্য, গত ১৫ই নভেম্বর কেন্দ্রীয় যুগ্ম মাসচিব এ্যাড, রুহুল কবির রেজবী বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির বিভিন্ন কমিটি গঠনে বিপুল পরিমান অঙ্কের টাকার পদ বানিজ্য সহ দলীয় কাজে একগুয়োমি, স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রমানিত হওয়ায় ১ বছর ১৩ দিন দায়িত্ব পালনকারী আহবায়ক এ্যাড, মজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব এ্যাড,আকতার হোসেন তালুকদার মেবুলকে জেলা বিএনপির দায়ীত্বরত পদ থেকে আকষির্কভাবে সরিয়ে দেয় এবং অপর ৪৫ জন সদস্যকে কমিটি বহাল রাখেন। গত বছরের ৩ই নভেম্বর এ্যাড, মজিবুর রহমান নান্টুকে আহবায়ক ও এ্যাড, আকতার হোসেন মেবুলকে সদস্য সচিব করে বরিশা (দক্ষিণ) জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে চলতি বছরের ১২ ই জানুয়ারী কেন্দ্রীয় বিএনপি ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।