বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

মোনালিসা:হোটেলের চাকরি থেকে খ্যাতিমান নায়িকা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ঝুমা বৌদি খ্যাত মোনাসিলার আজকের অবস্থানে আসা মোটেই সহজ ছিল না। অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে তিনি এই অবস্থানে এসেছেন। ‘দুপুর ঠাকুরপো’র ঝুমা বৌদি হয়ে মোনালিসা সবার অন্তরে জায়গা করে নিয়েছেন। ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রুপালি দুনিয়ায় মোনালিসা নামেই বেশি পরিচিত। অভিনয় জগৎ ভোজপুরী নায়িকাকে মোনালিসা হিসেবে চিনলেও, তার আসল নাম অন্তরা বিশ্বাস। তার সাহসী চরিত্রে অভিনয়ের জন্য সবসময়েই আলোচনায় থাকেন মোনালিসা। ভোজপুরীতে জনপ্রিয়তা পেলেও, তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছিল রিয়ালিটি শো ‘বিগ বস’। ওই শোয়ের সিজন ১০-এর প্রতিযোগী ছিলেন তিনি।
ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে নিজেকে সরিয়ে নিলেও, বিভিন্ন রকম সাহসী চরিত্রে নিজেকে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় মোনালিসা। ভোজপুরী ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন মোনালিসা। ভোজপুরীতে একশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নজর কেড়েছেন মোনালিসা।
১৯৮২ সালের ২১ নভেম্বর কলকাতায় জন্ম মোনালিসার। বাবা শৈলেশ দুবে। মা উষা দুবে। কলকাতাতেই স্কুল এবং কলেজজীবন কেটেছে তার। পড়াশোনায় যথেষ্ট আগ্রহী মোনালিসার জীবনে নেমে এসেছিল বিশাল এক ঝড়। ১৯৯১ সাল। জীবন অন্য খাতে বইতে শুরু করে মোনালিসার। বাবার ব্যবসায় মন্দার কারণে মাত্র ১৫ বছর বয়সেই সংসারের ভার কাঁধে পড়ে তার।
সংসার চালাতে কাজের সন্ধানে নেমে পড়েছিলেন। জুটেও গিয়েছিল। একটি হোটেলে রিসেপশনিস্টের কাজ করা শুরু করেন তিনি। বিনিময়ে দিনে ১২০ রুপি পেতেন। নাচ এবং অভিনয়ের শখ বরাবরই ছিল মোনালিসার। কিন্তু তার এই শখ নিয়ে অনেকেই মশকরা করতেন। কিন্তু তার সেই শখকে বাস্তব রূপ দিয়ে তবে হাল ছেড়েছেন মোনালিসা। ১৯৯৭ সালে প্রথম অভিনয়ের সুযোগ পান হিন্দি ছবিতে। ছবির নাম ছিল ‘জয়তে’। হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পেলেও নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে পারছিলেন না মোনালিসা। আর সেই আলাদা পরিচিতি তৈরির লক্ষ্যেই এগিয়ে যান তিনি।
দিনরাত পরিশ্রম করার ফসলও হাতে হাতে পেয়েছিলেন মোনালিসা। সুযোগ এসে যায় ভোজপুরী ছবিতে অভিনয়ের। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি মোনালিসাকে। প্রথম ছবিই দারুণ সাফল্য পেয়েছিল। আর এখান থেকেই অন্তরা বিশ্বাস থেকে তিনি হয়ে ওঠেন মোনালিসা। একের পর এক ভোজপুরী ছবিতে সাফল্য পেয়েছেন। দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। ধীরে ধীরে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন মোনালিসা। ভোজপুরী ইন্ডাস্ট্রির সুপারস্টার মনোজ তিওয়ারি, রবি কিশন এবং পবন সিংহের মতো অভিনেতার সঙ্গে কাজ করে নিজের আলাদা পরিচয় তৈরি করেন মোনালিসা। সবচেয়ে বেশি ছবি করেছেন পবন সিংহ এবং দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়ার সঙ্গে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com