বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি বিশ্বকাপ ফুটবল বিজয়ী আর্জেন্টিনা ও পঃ জার্মানীকে পরাজিত করেছে এশিয়ার দুই জায়ান্ট সৌদি আরব ও জাপান। কাতার বিশ্বকাপ ফুটবলে মঙ্গলবার ম্যারডোনা, বাতিস্তিতা, হিগুয়াইন, মেসির দেশ আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যাবধানে গ্রুপের প্রথম ম্যাচে এশিয়ার দেশ সৌদি আরব পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে। ফুটবলের আরেক পরাশক্তি, বেকেন বাওয়ার, ডেভিড মুলার, লোথার ম্যাথিউসের দেশ পশ্চিম জার্মানীকে বুধবার গ্রুপের প্রথম ম্যাচে এশিয়ার আরেক জায়ান্ট জাপান একই ব্যাবধানে অর্থাৎ ২-১ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে মাঠ ছাড়ে। আর্জেন্টিনা প্রথমার্ধে মেসির দেওয়া পেনাল্টির গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে সৌদি আরব শক্তি বৃদ্ধি করে খেলে আর্জেন্টিনার জালে দুই গোল দিতে সমর্থ হয়। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন সৌদি আরব। একই ধরনের ফলাফল জার্মানী ও জাপানের খেলার মধ্যেও। জার্মানী খেলার প্রথমার্ধে এক গোলে অগ্রগামী থাকে। দ্বিতীয়ার্ধে এশিয়ার দেশ জাপান খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং দুই দুইটি গোলও করতে সক্ষম হয়। সেই সাথে সেই গোল ধরে রাখতেও সক্ষম হয়ে বিজয়ী বেশে মাঠ ছাড়ে। পরবর্তী দুটি করে ম্যাচ রয়েছে এশিয়ার জায়ান্টদের সামনে। দুটির একটি ম্যাচ জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে খেলবে স্বপ্নের এশিয়ার দুটি দেশ। এশিয়ার দেশ ইরান প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে শোচনীয় ২- ৬ গোলে পরাজিত হয়। কিন্তু দিত্বীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করে। কিন্তু স্বাগতিক এশিয়ার দেশ কাতার ইতোমধ্যে দুটি ম্যাচে পরাজিত হয়ে আশা ভরসা শেষ করেছে। এশিয়ার আরেক দেশ দঃ কোরিয়া মুখোমুখি হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়, বিশ্বকাপ ফুটবলের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ের সাথে ড্র করেছে। সেখানেও এশিয়ার সাফল্যই অর্জন হয়েছে। আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচ অনেকেই অঘটন হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু জাপান সেই ব্যাখ্যাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রমাণ করেছে যে, ভালো খেলেই সৌদি আরব ও জাপান শক্তিশালী দুটি দলকে পরাজিত করেছে। এই চার দলকে নিয়ে এশিয়ার ভক্ত অর্থাৎ বাংলাদেশের দর্শকরাও সাফল্য কামনা করছেন। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় দুই দলের প্রথম জয়ের সাফল্য। শনিবার পোলান্ডের সাথে এশিয়ার শক্তিশালী দল সৌদি আরবের খেলা। জয়লাভ করলেই এশিয়ার দেশ হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে সৌদি আরব। তা নাহলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে সৌদি আরবকে।