বাংলাদেশ প্রেসক্লাব ডেমরা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল বিকাল ৩ টায় ডেমরা স্টাফ কোয়ার্টার বড়ভাংগা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন কাউন্সিল ৬৮ নং ওয়ার্ড, উদ্বোধক, ছিলেন সাংবাদিক ফরিদ খান প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি, সভাপতিত্ব করেন হৃদয় ইসলাম চুন্নু সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব ডেমরা থানা শাখা। উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ শফিকুর রহমান ডিএমপি ডেমরা থানা, সভাপতি গোলাম মো: আউব মোল্লা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, মোঃ আব্দুস শুকুর সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, আব্দুল রহমান বিশিষ্ট ব্যাবসায়ী, সাইফুল ইসলাম সবুজ বিশিষ্ট ব্যাবসায়ী,আবু বক্কর, বিশিষ্ট ব্যাবসায়ী, কামাল সিকদার, মাইনুল চৌধুরী, মো: রিপন বিশিষ্ট ব্যাবসায়ী।
দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে,পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন। সভাপতি ঘোষণা করেন হৃদয় ইসলাম চুন্নুকে। উপস্থিত ছিলেন মো.দেলোয়ার হোসেন সম্পাদক দৈনিক জনতার দলিল মো. আশ্রাফ সরকার সম্পাদক দৈনিক একুশের বানী, সাহেল আহমেদ সোহেল সভাপতি জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম, মো: আব্দুল আলীম, মো:রাসেল কবির বার্তা সম্পাদক সাপ্তাহিক তথ্যবানী, মোঃ আমানউল্লাহ আমান বাণিজ্যিক ব্যবস্থাপক দৈনিক খবরপএ, কাজী আসাদুজ্জামান এডমিন দৈনিক বাংলাদেশ সমাচার মোঃ শরিফুল হক সাপ্তাহিক তথ্যবানী মো: ইমরান হোসেন দৈনিক চৌকস , মো. সহিদুর রহমান ক্রাইম রিপোট টোয়েন্টি ফোর, মো: রিদওয়ানুল হক দৈনিক দিনপ্রতিদিন গোলাম কাওছার দিলু জয়যাত্রা, মোঃ জুবায়ের আহম্মেদ দৈনিক বাংলাদেশের আলো মোঃ শামিম খান সেচ্ছাসেবক ৬৮নংওয়ার্ড
সার্বিক সহযোগিতায় ছিলেন মো: শফিক সহসভাপতি মুক্তিযুদ্ধ চেতনা কমান্ড পরিষদ মোঃ লাল মিয়া সভাপতি মুক্তিযুদ্ধ চেতনা কমান্ড মোঃ আনোয়ার হোসেন সভাপতি বড় ভাংগা বাজার ও সিএনজি কমিটি সাধারণ সম্পাদক মোঃ মন্জু হোসেন উপদেষ্টা জামাল সিকদার, ডেমরা থানা রিপোর্টার্স ক্লাব, সাইফুল ইসলাম সবুজ বিশিষ্ট ব্যাবসায়ী,আবু বক্কর, বিশিষ্ট ব্যাবসায়ী,কামাল সিকদার, মাইনুল চৌধুরী, মো: রিপন বিশিষ্ট ব্যাবসায়ী, বেলায়েত হোসেন, মোহাজেম, মন্জু , উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও ব্যবসায়ীবৃন্দ।