নওগাঁর ধামইরহাটে মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তি হস্তান্তর করা হয়েছে। ২৯ নভেম্বর/২২ বেলা ১১ টায় ১৪ বিজিবি’র পতœীতলা ব্যাটালিয়ন সদরে পতœীতলার ১৪ ও নওগাঁ সদরের ১৬ বিজিবির যৌথ উদ্যোগে ২০১৯ সালের ১ অক্টোবর হতে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ৬ হাজার ৫০১ বোতল মদ, ২৪ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল, ১৭৮ কেজি গাঁজা, ইয়াবা ৯০৯ পিস, নিষিদ্ধ ট্যাবলেট ৫ হাজার ৫৪৬ পিস, নেশাজাতীয় সিরাপ ১০ হাজার ৮০৬ বোতল, নেশাজাতীয় ইনজেকশন ১১ হাজার ৮৪৮ পিসসহ হেরোইন, গুড়া তামাক পাতার বিড়ি ও টেন্ডু বিড়ির পাতা সহ মোট ২ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বিএসপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ও উপ মহাপরিচালক কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান বিপিএম(বার) পিএসসি, নওগাঁ জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ, পুলিশ সুপার রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন,নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান হোসেন, ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন পিএসসি, ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি, জেলা সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, জেলা প্রেস ক্লাব সভাপতি কায়েস উদ্দিনসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে ১৪ বিজিবি কর্তৃক গত ০৫ মার্চ ২০১৪ হতে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত কষ্টি পাথরের ০৫টি মূর্তি এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ জেলার বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ০৬টি কষ্টি পাথরের এবং ০৩ টি সিমেন্টের মূর্তি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর প্রতœতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণের নিমিত্তে কাস্টোডিয়ান, পাহাড়পুর জাদুঘর, নওগাঁ এর নিকট হস্তান্তর করা হয়।