২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবন সম্পর্কে জনগনকে অবহিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে কিশোরগঞ্জ পুরতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। জেলা প্রশাসক শামীম আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম প্রমুখ। মেলায় জেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। এর পরে অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। মেলায় শতাধিক স্টল স্থাপন করা হয়।