কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে। শনিবার টিএমএসএস ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও দক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার রায়হানুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, টিএমএসএস এর পিপিইপিপি প্রকল্পের প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান খান, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ফুলবাড়ী পক্ষ থেকে ২৯ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়। অবশেষে টিএমএসএস ফুলবাড়ী উপজেলা শাখা চত্বরে প্রতিবন্ধীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন টিএমএসএস এর পিপিইপিপি প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী আলমগীর আলম, এসময় ফুলবাড়ী অঞ্চল প্রধান আব্দুল গফুর খান, শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।