স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ডিজিটাল সেবা প্রদানে বাংলাদেশ এখন রোল মডেল। সারাবিশ্বে ডিজিটালের কথা উঠলেই এখন উচ্চারিত হয় বাংলাদেশের নাম। প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের ফসল ডিজিটাল বাংলাদেশ। সেবা এখন হাতের মুঠোয়, জনগণ ঘরে বসেই সেবা পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের পর এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশের। ৪১ সালের মধ্যে উন্নত দেশ গঠনে তথ্য প্রযুক্তিই হবে আগামী দিনের চালিকা শক্তি। শনিবার সকালে যশোর টাউন হল মাঠে জেলা প্রশাসন আয়োজিত দু’দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবীব। স্বাগত বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর ও জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আজম। সভা সঞ্চালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। এর আগে সকাল দশটায় কালেক্টরেট চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। মেলার আয়োজকরা জানিয়েছেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে। আজ রোববার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে দু’দিন ব্যাপি এই ডিজিটাল উদ্ভাবনী মেলা।