শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

রায়পুরায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও উপকার ভোগীদের মধ্য সেলাই মেশিন ও শীতবস্র বিতরন

মনিরুজ্জামান (রায়পুরা) নরসিংদী
  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প-২ উপকার ভোগীদের মধ্যে সেলাই মেশিন ও শীতবস্র বিতরন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ পরিচালক (যুগ্মসচিব) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন, রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান, চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নাসির উদ্দীন, চরসুবুদ্ধি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনে ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে সকলের খোঁজখবর নিয়ে ২০টি পরিবারের মধ্য সেলাই মেশিন, শীত বস্র বিতরন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com