শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক-কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণসভা দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে-রেজাউল করিম বাদশা দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

এবার দঃ কোরিয়া ও জাপানের উপর আছর করেছে ব্রাজিল ও ক্রোশিয়া

বেলায়েত হোসেন লিটন ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপে এশিয়ার দেশ দঃ কোরিয়া ও জাপানের উপর আছর করেছে বিশ্ব ফুটবলের পরাশক্তি সর্বাধিক বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ব্রাজিল এবং শক্তিশালী দল ক্রোশিয়া। নক আউটে এশিয়ার দেশ দঃ কোরিয়ার সাথে মোকাবিলা করবে ফুটবলের দেশ খ্যাত ব্রাজিল। ৫ ডিসেম্বর দিবাগত রাত ১ টায় মুখোমুখি হবে এশিয়ার শক্তিশালী দল দঃ কোরিয়া এবং ব্রাজিল। এর আগে ৫ ডিসেম্বর রাত ৯ টায় ক্রোশিয়ার মুখোমুখি হবে এশিয়ার পরাশক্তি জাপান। কাতার বিশ্বকাপে জাপান তাদের প্রথম ম্যাচে বিশ্ব ফুটবলের আরেক পরাশক্তি ও চার বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পঃ জার্মানীকে পরাজিত করে শুভ সূচনা করে এবং আলোড়ন সৃষ্টি করে ফুটবলাঙ্গনে। কিন্তু দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার কাছে ০-১ গোলে পরাজিত হওয়ায় দুঃচিন্তায় পরে যায় তারা। কিন্তু সেই শংকা উড়িয়ে দিয়ে আরেক শক্তিশালী সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ২-১ গোলে পরাজিত করে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। অন্যদিকে দঃ কোরিয়া তাদের প্রথম ম্যাচে বিশ্বকাপ ফুটবল ইতিহাসে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ের সাথে গোল শুন্য ড্র করে ১ পয়েন্ট অর্জন করে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আফ্রিকার দেশ ঘানার কাছে ২- ৩ গোলে হেরে যাওয়ায় প্রায়ই বাদ পরে যাওয়ার উপক্রম দেখা দেয় এশিয়ার এই দেশটির। কারন তাদের পরবর্তি ম্যাচ ছিলো বিশ্বের জনপ্রিয় তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের সাথে। কিন্তু সেই ভীতুকে বৃদ্ধাংগলী দেখিয়ে পর্তুগালকে ২-১ গোলে পরাজিত করতে সক্ষম হয়। জমা হয় তাদের চার পয়েন্ট। তাকিয়ে থাকতে হয় ঘানা ও উরুগুয়ের ম্যাচের দিকে। উরুগুয়ে যদি ৩ গোলে ঘানার বিরুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে দঃ কোরিয়া বাদ পরবে দ্বিতীয় রাউন্ডে যাওয়া থেকে। তবে উরুগুয়ে ঘানার বিরুদ্ধে জয়লাভ করে চার পয়েন্ট সংগ্রহ করে ঠিকই কিন্তু সেটা হয় ২-০ গোলের। বেশি গোল করার সুবাদে ভাগ্য খুলে যায় এশিয়ার দেশ দঃ কোরিয়ার। আর সেই দঃ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে খেলবে ফুটবলে সিংহের গর্জন দিয়ে খেলা ফুটবলের রাজা পেলে, রোনালদো, রোনালদিনহো, রোমারিও, কাকা, নেইমারের দেশ ব্রাজিল। বাংলাদেশের ভক্তদের মধ্যে এশিয়ার কোন দেশকে সমর্থন না করলেও ব্রাজিল দলের ভক্তের কিন্তু কোন অভাব নেই। তবে এখন অনেক ভক্ত কিন্তু আবিস্কার হয়েছে এশিয়ার দুই দল জাপান ও দঃ কোরিয়ার। ব্রাজিলের অনেক ভক্তই কিন্তু দঃ কোরিয়া ও ব্রাজিলের মধ্যেকার খেলায় এশিয়ার দেশ দঃ কোরিয়াকে সমর্থন করবেন বলে জানাগেছে। অন্যদিকে জাপান ও ক্রোশিয়ার মধ্যেকার খেলায় ঠিকই বাংলাদেশের ভক্তরা জাপানকেই সমর্থন করবে বলে জানাগেছে। এশিয়ার দুই দলের জয় প্রত্যাশা করছে এশিয়াবাসী। এবার এশিয়ার পাঁচটি দেশ কাতার বিশ্বকাপে অংশ গ্রহণ করে। তারা হলো স্বাগতিক কাতার, ইরান, সৌদি আরব, জাপান ও দঃ কোরিয়া। এদের মধ্যে গ্রুপের প্রথম খেলায় সৌদি আরব ম্যারাডোনা, বাতিস্তিতা, হিগুয়েইন, মেসির দেশ আর্জেন্টিনাকে ২- ১ গোলে পরাজিত করে ফুটবল জগতে ঝড় তুলেন। কিন্তু পরবর্তী দুই ম্যাচে পরাজিত হয়ে বিদায় নেয় টুর্ণামেন্ট থেকে।কিন্তু জাপান ও দঃ কোরিয়া তাদের শক্তিশালী প্রতিপক্ষ দলগুলোকে পরাজিত করে নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এশিয়ার ভক্তদের মুখ উজ্জ্বল করেছে। তাদের এই জয়যাত্রা যেন অব্যাহত থাকে এই প্রত্যাশা এশিয়ার সকলের। ফুটবলের জমকালো আসরের মাঝে উকি দিচ্ছে আজ থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ও রয়েছে দুটি টেষ্ট। ফুটবল বিশ্বকাপের জ্বরে কাপছে দেশ এরই ফাঁকে ফাঁকে উঁকি দিবে ক্রিকেট ভক্তরা বাংলাদেশ ও ভারতের মধ্যেকার খেলার দিকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com