বিপুল উৎসাহ ও উদ্ধিপনার মধ্য দিয়ে ওয়ার্ল্ড অল স্পোর্টস গেইমস ফেডারেশনের ব্যবস্হাপনায়, ইন্টারন্যাশনাল অল স্পোর্টস গেইমস ফেডারেশনের আয়োজনে নেপালের রাজধানী কাঠমুন্ডু ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশসহ মোট ৭টি দেশের প্রায় ৪ শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহণ করে। কারাতে, জুডো, কিকবক্সিং, উশু, তায়কোনডো, কুংফু, খিওকুশিনকাইসহ বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন ইভেন্ট খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা শেষে সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অল স্পোর্টস গেইমস এর সাধারণ সম্পাদক সোপিয়া থেপা ও ফেডারেশনের সভাপতি গ্রান্ড মাস্টার গুমি থেপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপালের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী উমা রেগমি , বিশেষ অতিথি নাগরিক তথা সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী রামকৃষ্ণ চিত্রকর আধাচ্য, নেপাল সো-কিওকুশিন কারাতে এসোসিয়েশন সভাপতি মিন কৃষ্ণ মহার্জন,আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে স্পোর্টস এসোসিয়েশন এর সভাপতি ও বাংলাদেশ টীম কোচ ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন, বিশেষ প্রতিনিধি হিসাবে বাংলাদেশ টীম ম্যানেজার মো গিয়াস উদ্দিন মিঠু, গুজরাটের প্রতিনিধি কোচ নিহাল কুমার পারমার, আসাম রাজ্যের কোচ প্রফেসর কুশাল, ভুটানের কোচ সন্ধিপ দূর্জয়, শ্রীলংকা কোচ দূরাসামী ভাইজিনতা। বক্তব্য শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন দেশের কোচ, ম্যানেজার গণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেন।