ফিফা বিশ্বকাপের সেমিফাইল নিশ্চিত করায় আফ্রিকার মুসলিম দেশ মরক্কোকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। গত শনিবার রাতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মরক্কো। এরপরই এই দুই বিশ্বনেতা এ উষ্ণ অভিনন্দন জানান।
এরদোগান টুইটারে লেখেন, ‘আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করায় আমি অন্তরের গভীর থেকে মরক্কো জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানাচ্ছি। একইসাথে এই অর্জনে আমাদের মরক্কান সকল ভাইদের প্রতিও শুভেচ্ছা।’ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এ উপলক্ষে মরক্কোর বাদশাহ মোহাম্মদ ষষ্ঠকে ফোন করেন এবং কাতারে চলমান বিশ্বকাপে তার দেশ সেমিফাইনাল নিশ্চিত করায় তাকে বিশেষ অভিনন্দন জানান। কাতার ইমারতের রাজকীয় দফরের টুইটার থেকে এই খবর নিশ্চিত করা হয়। সূত্র : আনাদোলু এজেন্সি