জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির এর সম্মানিত পিতা সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, প্রবীণ আলেম মাওলানা মোঃ মোজাহিরুল হক (রাহ) গতকাল রাত ৩টায় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা বুধবার (৭ ডিসেম্বর) বেলা ২টায় শ্রীমঙ্গল কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গলের জামেয়া ইসলামিয়া বালক-বালিকা টাইটেল মাদরাসার শায়খুল হাদিস মাওলানা রফিকুল ইসলাম ভানুগাছি, কমলগঞ্জের মুন্সিবাজার ধর্মপুর উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুর রহমান ধর্মপুরী, মাধবপুর নোয়াগাঁও তালিমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ সাহেবজাদায়ে মাধবপুরী, শ্রীমঙ্গলের জামেয়া হাসানিয়া খাসগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম, জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা টাইটেল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গফুর কবির, সিন্দুরখান কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. একরামুল কবীর, মরহুমের জামাতা মুফতি মাহমুদুল হাসান ও মরহুমের ছোট ছেলে আলেম সাংবাদিক ও লেখক মাওলানা মুফতি মোঃ এহসানুল হক। জানাযার ইমামতি করেন মরহুমের মেজো ছেলে রাজনগর জামিউল উলুম বছিরমহল মাদরাসার শিক্ষক মাওলানা এনামুল হক নোমান। এসময় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে ইমদাদুল হক হেলাল, মরহুমের জামাতা বাহুবল চলিতাতলা মারাসার শিক্ষক মাওলানা আসআদ আহমদ ও শ্রীমঙ্গলের মঈনুস সুন্নাহ রেলগেইট মারকাজ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আশরাফ আহমদ। জানাযায় অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র-৭ মীর এম এ সালাম, জামেয়া ইসলামিয়া বালক বালিকা টাইটেল মাদরাসা শ্রীমঙ্গলের প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, মাদরাসার মঈনে মুহতামিম মুফতি মনির উদ্দিন, জামেয়ার সিনিয়র মুহাদ্দিস ও শ্রীমঙ্গল উপজেলাকেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, শ্রীমঙ্গল মঈনুস সুন্নাহ রেলগেট মারকাজ মাদরাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম, আশিদ্রোন জামিউল উলুম হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক, ষাড়েরগঞ্জ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর শ্রীমঙ্গল উপজেলা শাখার আমীর মাওলানা শায়খ ফজলুল রহমান মৌলভীচকী, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হিফজুর রহমান হেলালী, শ্রীমঙ্গল মঈনুস সুন্নাহ রেলগেট মারকাজ মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল মজিদ মিরপুরী, শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আছগর হোসাইন, রাজনগর জামিউল উলুম বছিরমহল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদার, মৌলভীবাজার নুরুল কুরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দেশ বাংলার বিভাগীয় প্রধান ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসন সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ, আজকের বিজনেস বাংলাদেশ শ্রীমঙ্গল প্রতিনিধি মিজানুর রহমান আলম, সাপ্তাহিক প্রতিক্ষণ এর সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক করতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি নুর মোহাম্মদ সাগর, দৈনিক দেশ রুপান্তওরর শ্রীমঙ্গল প্রতিনিধি আহমেদ এহসান সুমন, দৈনিক আমাদের কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি সাকির আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ, প্রাক্তন মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মাওলানা মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, সাবেক মৌলভীবাজার শহর সেক্রেটারি হাফেজ হাসান আহমদ চৌধুরী, সাবেক জেলা সেক্রেটারি মুফতি ইবরাহিম খলিল, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়াত আলী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, মুন্সিবাজার ধর্মপুর উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া তফাদার, বায়তুল আমান জামে মসজিদের ছানি ইমাম হাফেজ মাওলানা আবু মুছা, নতুন বাজার জামে মসজিদের ছানী ইমাম হাফেজ মুজাম্মিল হোসাইন মিলাদ, মুসলিমবাগ আল মদীনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাফায়েত উল্লাহ, সিন্দুরখান রোড এলাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল আনোয়ারসহ শ্রীঙ্গল উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসা, স্কুল, কলেজের শিক্ষকবৃন্দ এবং নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ। জানাযা শেষে সরহুম- কে কালিঘাট রোডের বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
শোক প্রকাশ :
প্রবীণ আলেম মাওলানা মোঃ মোজাহিরুল এর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক জানিয়ে বার্তা পাঠানো হয়েছে। শোক প্রকাশ করে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু। তিনি বলেন, সাইটুলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মোজাহিরুল হক ছিলেন উপজেলার প্রবিণ আলেম। তিনি র্দীঘদিন মাদরাসা এবং মসজিদের খেদমতের পাশাপাশি বহুমুখি দ্বীনের খেদমতে করে গেছেন। তিনি ছিলেন প্রচারবিমুখ সহজ সরল একজন সজ্জন আলেম। তাঁর আদর্শ নীতি এবং কর্মকান্ডের মাধ্যমে তিনি মরেও আমাদের মাঝে অমর থাকবেন। শ্রীমঙ্গল ইমাম মুয়াজ্জিন পরিষদ এর সহ-সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা হাফেজ ফেরদাউস আহমদ বলেন, সাইটুলা মাদরাসার মুহতামিম মাওলানা মোজাহিরুল হক ছিলেন প্রকৃত আকাবির। মুখলেছ বুযুর্গ আলেমদের মধ্যে অন্যতম এক বুযুর্গ আলেম তিনি। তাঁর দ্বীনি খেদমাতের পরিধি অনেক ব্যাপক। তার ইন্তেকালে জাতি একজন ন্যায়-নীতির ধারক বাহক ও নিষ্ঠাবান আলেমকে হারালো। তার এই শূন্যতা অপূরণীয়। বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর বড় ছেলে, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী শোক প্রকাশ করে বলেন, সাইটুলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মোজাহিরুল হক ছিলেন উপজেলার প্রবিণ আলেম। তিনি জীবনভর দ্বীনের খেদমত কওে গেছেন। তাঁর জীবনের নেকআমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করার জন্য তিনি মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আল্লাহ তাআলা তাঁকে রহমতের মেঘমালা দিয়ে আবৃত করুন এবং জান্নাতের প্রশস্ত বাগিচায় স্থান দান করুন। বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী শোক প্রকাশ করে বলেন, প্রবীণ আলেমদের এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। ধাপে ধাপে ইলম ও আমলদার আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে মূলত ইলম উঠিয়ে নেওয়া হচ্ছে। এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র-মুরিদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমদেনা প্রকাশ করছি। নুরুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল বলেন, দীনি শিক্ষার বিস্তার ও প্রসারে মাওলানা মোজাহিরুল হকের বিরাট অবদান রয়েছে। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র-মুরিদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমদেনা প্রকাশ করছি। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মিসেস মনোয়ারা খাতুর ভুইয়া ও কেন্দ্রী মহাসচিব মিজানুর রহমান সরকার শোকবার্তায় বলেন-সাইটুলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মোজাহিরুল হক ছিলেন আদর্শ মানুষ গড়ার কারিগর। তিনি আজীবন কুরআন-হাদিস চর্চায় কাটিয়েছেন। জীবনে বহু ছাত্র তৈরি করেছেন। তাঁর দ্বীনি খেদমত এর ওসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান বরাদ্দ করুন। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল শোক প্রকাশ করে বিবৃতিতে বলেন, মরহুম মাওলানা মোজাহিরুল হক ধর্মের বাণী প্রচারে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি তাঁর ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তা তাকে জান্নাত দান করুন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান শোক প্রকাশ করে বলেন, মাওলানা মোজাহিরুল হক ছিলেন মুখলিছ আলেম। উপজেলায় দ্বীনি শিক্ষা বিস্তারে তিনি বিশাল অবদান রেখেছেন। মসজিদ এবং মাদরাসার খেদমতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। আজীবন ইসলামের কাজ করে গেছেন। আল্লাহ তাঁরত্রুটি-বিচ্যুতি মাফ করে জান্নাতে উচ্চ আসনে স্থান দিন। এছাড়াও শোকপ্রকাশ করেছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, উলামা পলিষদ. খেলাফত মজলিস, ছাত্র মজলিস, ব্যবসায়ী সমিতি, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার, আবাবিল সাংস্কৃতিক ফোরাম মৌলভীবাজার, কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল, বাংলাদেশ কিন্ডার এসোসিয়েশন শ্রীমঙ্গলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। মাওলানা মোজাহিরুল হক ১৯৫৩ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন। পাকিস্তানের করাচি মাদরাসা থেকে ১৯৭০ সালে দাওরায়ে হাদিস কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। পাকিস্তানের হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহ. এর কাছে শিক্ষা এবং বাইয়াতগ্রহণ করেন। ইলমে দ্বীনের সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন করে দেশে এসে প্রথমে হবিগঞ্জের একটি মাদরাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর সত্তর দশকে শ্রীমঙ্গলের জুলেখা নগর চা বাগান মসজিদে ইমামতি পদে যোগদেন। ১৯৮৯ সালে শায়খে গহরপুরী রহ. এর নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা প্রতিষ্ঠা কনের তিনি। প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুহতামি (প্রিন্সিপাল) পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়েসহ নাতী-নাতনী, বহু ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯।