সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

এই অঞ্চলে সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ধারা চলমান থাকবে- আলীকদম জোন

সুজন চৌধুরী (আলীকদম) বান্দরবান :
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

বান্দরবানের আলীকদম উপজেলার ঐতিহাসিক পর্যটন স্থান আলীর গুহায় যাতায়াতের সিঁড়ি ও বিশ্রামাগার উদ্বোধন করেন আলীকদম সেনা জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি। রবিবার (১৮ ডিসেম্বর) সকালে আলীকদম উপজেলার ঐতিহাসিক ও রহস্যময় আলীর গুহার যাতায়াতের সিঁড়ি ও বিশ্রামাগার উদ্বোধনে করেন জোন কমান্ডার। উদ্বোধন শেষে আলীর গুহার আশেপাশে বট গাছের চারা রোপণ করেন আলীকদম জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি। এসময় আলীকদম জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর সাজ্জাদ শহিদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দুংড়িমং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ও শিরিন আক্তার,সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন,চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, নয়াপাড়া ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি বলেন, এই অঞ্চলে সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ধারা চলমান থাকবে। আমরা এইভাবে একসাথে কাজ করলে উন্নয়ন ও সম্প্রীতির রোল মডেল হিসেবে আলীকদমকে গড়ে তুলা সম্ভব। এদিকে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অনাথ আশ্রম, ছাত্রাবাস, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষ টাকার অধিক মাসিক অনুদান প্রদান করেন আলীকদম জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com