সেবাই পুলিশের কর্ম; পুলিশকে দায়িত্ব পালনে আরো পেশাদার হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার)। বাংলাদেশ পুলিশ এলাকার জনকল্যাণকর কাজে সবসময় নিয়োজিত রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন পর্যায়ে পুলিশ বাহিনী প্রশংসনীয় ভূমিকা রাখছে। গণমানুষের দোরগোড়ায় পুলিশি সেবার মান বাড়াতে যথাযথ আইন প্রয়োগ করতে হবে। পুলিশকে সব চ্যালেঞ্জ মোকাবিলায় জনসাধারনের বিশ্বস্ত আস্থা অর্জন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে অবস্হান করছি। চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে লোহাগাড়া থানা কম্পাউন্টে লোহাগাড়া, সাতকানিয়া এবং চন্দনাইশ থানার অফিসার ও ফোর্সদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম-সেবাদর সভাপতিত্বে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলার দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার আফজারুল হক টুটুল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন প্রমুখ।