সারাদেশের ন্যায় বরিশালেও আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের উন্মাদনা ছড়িয়ে পরেছে। নগরী থেকে প্রত্যন্ত এলাকায় বিজয়ের আনন্দে মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজি ফুটিয়ে উৎসব করা হয়। রুদ্ধশ্বাস ফাইনাল খেলায় আর্জেন্টিনা বিজয়ী হওয়ার পরপরই নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, বিএম কলেজ প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু উদ্যানে বড়পর্দায় খেলা উপভোগ করা আর্জেন্টিনার সমর্থকরা একত্রিত করে ঢোল বাজিয়ে উল্লাস করে। একইসময় জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল বের করার খবর পাওয়া গেছে। নগরীর বাসিন্দা আর্জেন্টিনা সমর্থক শামীমা হোসেন বলেন, বিরতীর আগে দুটো গোল দেয়ার পর আর্জেন্টিনার বিজয় নিশ্চিত ভেবেছিলাম। পরে খেলার পরিস্থিতি দেখে হার্টবিট বেড়ে যায়। নগরীর আরেক বাসিন্দা ও ব্রাজিল সমর্থক রিয়াজ পাটোয়ারী বলেন, মেসির জন্য হলেও আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ জেতা জরুরি ছিলো এবং তাই হয়েছে। আমরাও অনেক খুশি। অপরদিকে খেলাকে ঘিরে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি সতকর্তার ব্যবস্থা করা হয়েছিলো।