“তুচ্ছ নয় রক্তদান, বাচাঁতে পারে একটি প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে রক্তের গ্রুপ নির্ণয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্ট ব্লাড ব্যাংক নীলফামারী জেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১১টায় সদর ইউনিয়নের বড় রাউতা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন, ডোমার উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন। স্টুডেন্ট ব্লাড ব্যাংক নীলফামারী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সলেমান ইসলাম বাপ্পি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, রাউতা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনেআরা বেগম, সংগঠনের সহ-সভাপতি রায়হান ইসলাম, আনজারুল হক, সাধারণ সম্পাদক নিরব হাসান রাতুল, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, জুনায়েত ইসলাম, সোহেল তানভীর, প্রচার সম্পাদক মিলন ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ এলাকার ২ শতাধীক মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।