সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক রংপুর বিভাগীয় কর্মশালা

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

বুধবার সলিডারিটি এবং গণসাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে কুড়িগ্রামে অধ্যাপক শামসুন নাহার চৌধুরী মিলনায়তনে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক রংপুর বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম। কর্মশালায় পুলিশ সুপার বলেন, “কবিতায় আমরা পড়েছি ষোলআনাই মিছে কিন্তু কুড়িগ্রাম জেলা ১৬ টি নদ,নদী দ্বারা বেষ্টিত এখানে বত্রিশ আনাই মিছে। আমাদের শিশুদের সাঁতার প্রশিক্ষন দিতে হবে, অভিভাবকদের অনেক বেশি সচেতন থাকতে হবে। পরবর্তী প্রজন্মকে রক্ষা করা আমাদের প্রধানতম কর্তব্য। জিও, এনজিওর সমন্বয়ে কুড়িগ্রাম জেলায় আমরা পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে একসাথে কাজ করতে চাই এব্যাপারে পুলিশ প্রশাসনের সর্বাতœক সহযোগিতা থাকবে।” অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুর-এ-মুর্শেদ, গণসাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক ড. মোস্ত্মাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ এর সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল, কুড়িগ্রাম প্রেস ক্লাব এর সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সলিডারিটি কুড়িগ্রাম এর নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা হারুনর অর রশীদ লাল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর বাংলাদেশ এর কান্ট্রি লিড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সাবেক অতিরিক্ত সচিব মুহাম্মদ রূহুল ক্?ুদ্দূস। উক্ত কর্মশালায় কমিউনিটি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মিডিয়া, যুব প্রতিনিধি, ভুক্তভোগী অভিভাবক এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ, করণীয় এবং কার কি দায়িত্ব তা লিখে অতিথিদের সামনে উপস্থাপন করেন। উল্লেখ্য মিডিয়া নিয়ে কাজ করা সংগঠন ‘সমষ্টি’ এর মিডিয়া মনিটরিং রিপোর্ট অনুযায়ী রংপুর বিভাগে ২০২২ সালের ০১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত্ম পানিতে ডুবে মৃত্যুর শিকার ১৭৫ জন, কুড়িগ্রাম জেলায় ২২ জন এবং ২০২১ সালে রংপুর বিভাগে ১১৫ জন ও কুড়িগ্রাম জেলায় ২৩ জন। তবে বাস্তব চিত্র এর চেয়েও কয়েকগুণ বলে অভিমত ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com