দিনাজপুরে জাগরণী আদর্শ শিক্ষালয়ে বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও বাংলাদেশ কিন্টার গার্টেন এসোসিয়েশন কতৃক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে। ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুর শহরের উপশহরে জাগরণী আদর্শ শিক্ষালয় প্রঙ্গনে শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরিক্ষার ফলাফল তুলে দেওয়া হয় এবং বাংলাদেশ কিন্টার গার্টেন এসোসিয়েশন কতৃক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন জাগরণী আদর্শ শিক্ষালয়ের সভাপতি আলহাজ¦ মতিয়ার রহমান চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষালয় পরিচালনা পর্ষদের সিনিয়র সদস্য আমজাদ হোসেন জাহেদী, জাগরণী সংঘ ও গ্রন্থাগার এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আহসানুজ্জামন চঞ্চল, শিক্ষালয়ের অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম। পরিচালনা পর্ষদের সদস্য মোশারফ আলী শাহ্ ফকির,আবুল হাসান চৌধুরী,জাগরণী সংঘ ও গ্রন্থাগারের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান বাবু,কোষাধ্যক্ষ সাজ্জাদ সিকান্দার মুন্না, কার্যকরী সদস্য মোঃ দবিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের প্রমুখ। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের উদ্দেশ্যে জাগরণী সংঘ ও গ্রন্থাগার এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আহসানুজ্জামন চঞ্চল বলেন, শিক্ষার মানের দিক থেকে আমাদের জাগরণী আদর্শ শিক্ষালয় এগিয়ে, যার প্রমাণ আমাদের স্কুল থেকে প্রতি বছরে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে থাকে। এবছরেও তার ব্যাতিক্রম নয় , এ বছর মোট ১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাই প্রতিষ্ঠানটির সুনাম রক্ষায় আপনাদের সন্তানদের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। মোবাইল, কার্টুন, ভিডিও গেম থেকে সন্তানদের দুরে রাখতে হবে। এবং সন্তানদের সামাজিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাংলাদেশ কিন্টার গার্টেন এসোসিয়েশন কতৃক বৃত্তি প্রাপ্ত ১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন তারা হল, টেলেন্টপুলে সায়রা মনি ও জান্নাতুল আফিয়া ২ জন। জেনারেল/সাধারণ গ্রেডে ৪ জন, স্পেশাল গ্রেডে ৩ জন বিশেষ গ্রেডে ২ জন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাকিল খান।