সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

তাড়াশে শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়েন শিক্ষক সহোদর ভাই, পাঠদান ব্যাহত

গোলাম মোস্তফা বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো ক্লাস নিতে গিয়ে শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়েন। এ কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো সহোদর দুই ভাই। ঐ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নিবেদিতা মাহাতো ও শিপনা মাহাতে জানায়, আমরা পড়া দেওয়ার জন্য টেবিলের সামনে দাড়িয়ে থাকি। তখনও স্যার ঘুমান! এদিকে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ মাহাতো বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে একাধিক সভা করা হয়েছে সহোদর দুই ভাইয়ের শ্রেণি কক্ষে ঘুমানো নিয়ে। এরপর তাদের চিকিৎসকের স্বরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল সোমবার নাম প্রকাশ না করার শর্তে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রছাত্রী জানায়, তাদের বিদ্যালয়ের শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো শ্রেণিকক্ষে ঢুকে চেয়ারে বসে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েন। পড়া নেওয়ার কথা বললে রেগে যান, বেত্রাঘাত করেন। অধিকাংশ সময় স্যার ক্লাসে ঘুমিয়ে থাকেন। আমরা ভয়ে চুপচাপ বেঞ্চে বসে থাকি। শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো বলেন, আমাদের সম্ভাবত শারীরিক সমস্যা রয়েছে। ডাক্তার দেখাতে হবে।এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, পাঠদান ব্যাহত হওয়ার সুযোগ নাই। শিক্ষকদয়কে শতর্ক করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com