বরিশাল নগরীকে বানিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে নগরীর আধুনিক রাস্তা, ড্রেন কাম ফুটপাত নির্মানে নিরলস কাজ করছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিসিসি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বমঞ্চে বাংলাদেশের জনগনের মর্যাদা ও ভাবমুর্তি উচু করে দিয়েছে পদ্মা সেতু নির্মান করে। এই পদ্মা সেতু নির্মানে সবচেয়ে বেশি সুবিধাভোগী দক্ষিনাঞ্চলবাসী ও বরিশাল নগরীর বাসিন্দারা। আর তাই নগরীকে বানিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে প্রায় প্রতিটি ওয়ার্ডে আধুনিক রাস্তা, ড্রেন কাম ফুটপাত নির্মান কাজ করে যাচ্ছে বিসিসি। যাতে নগরীর অধিকাংশ এলাকা লাভজনক ব্যবসায় ব্যবহার করা যায়। সূত্র জানায়, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ একের পর এক নগরীর অধিকাংশ রাস্তা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে ম্যাকাডম ও কার্পেটিং দ্বারা সড়ক প্রশস্থকরন এবং আধুনিক ড্রেন কাম ফুটপাত নির্মান কাজ করে যাচ্ছেন। একইসাথে প্রয়োজনীয় বিভিন্ন প্রকার নতুন স্থাপনা নির্মান করছেন। বিসিসি’র সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ২০২১-২২ অর্থ বছরে কোন প্রকার প্রকল্প অনুমোদন ছাড়াই বিসিসি’র নিজস্ব অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১৯৮০ মিটার নতুন সড়ক নির্মান ও প্রশস্থকরন কাজ সম্পন্ন করেছেন। এছাড়াও নগরীর জলবায়ু পরিবর্তন অভিযোজন, নগর উন্নয়ন শীর্ষক (কে.এফ.ডব্লিউ) প্রকল্প’র আওতায় যথাক্রমে, নগরীর ভাটিখানা সড়ক ৩২৫ মিটার, পলাশপুর সড়ক ৯০০ মিটার, পোর্ট রোড ৪৭৫ মিটার, বিআইপি (ত্রিশ গোডাউন) ২৮০ মিটার নতুন সড়ক নির্মান ও প্রশস্থকরন কাজ সম্পন্ন করেছে। সর্বমোট প্রায় ১৯৮০ মিটার। যা সম্পূর্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে। এছাড়াও নগরীর জলাবদ্ধতা নিরসনে যথাক্রমে, পলাশপুর সড়কে ১৯৩২ মিটার, পোর্ট রোড এলাকায় ৪৩৫ মিটার, ভাটিখানা সড়কে ৮৫০ মিটার, রসুলপুর সড়কে ১০০০ মিটার ও বিআইপি সড়কে ৩৫০ মিটার ড্রেন কাম ফুটপাত নির্মান কাজ সম্পন্ন করেছেন। সর্বমোট ৪৫৬৭ কি. মি. সর্বাধুনিক ড্রেন কাম ফুটপাত নির্মান করা হয়েছে। এ ব্যপারে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না বলেন, সিটি কর্পোরেশন এলাকার জনদুর্ভোগ লাঘবে বিসিসি’র বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্ল্ াবরিশাল নগরীটিকে বানিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি, ব্যক্তিগত অর্থায়নে নগরীর সর্ব সাধারনের যানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে ১০ নং ওয়ার্ড-এর চরকাউয়া খেয়াঘাটে যাত্রী ছাউনী ও একটি আধুনিক খেয়াঘাট গেট নির্মানসহ সৌন্দর্যবর্ধনে বিভিন্ন প্রকার উন্নয়নমুলক কাজ করছেন। কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না আরো বলেন, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র হিসেবে দ্বায়িত্ব গ্রহনের পর নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিসিসি’র নিজস্ব অর্থায়নে প্রায় ৪৫ কিঃ মিঃ নতুন সড়ক, ৬৭ কিঃ মিঃ সড়ক সংস্কার, ৮ কিঃ মিঃ নতুন ড্রেন নির্মান, ৪টি ব্রীজ নির্মান, ৪টি কালভার্ট নির্মান, ২টি সেবক কলোনীর অসমাপ্ত কাজ সম্পন্ন, কোমলমতি শিশুদের বিনোদনে ২টি পার্কসহ বিভিন্ন প্রকার অবকাঠমো নির্মান সম্পন্ন করেছেন। এ ব্যাপারে আলাপকালে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ বলেন, বরিশাল সিটি কর্পোরেশনকে দেশের অন্যতম সৃজনশীল ও পরিচ্ছন্ন সিটি শহর হিসেবে পরিচিত করতে নগরীর অনুন্নত ওয়ার্ডগুলোসহ নগরীর ৩০টি ওয়ার্ডকে ঢেলে সাজাতে কাজ করেছে বিসিসি। মেয়র আরো বলেন, পদ্মা সেতু নির্মানে সবচেয়ে বেশি সুবিধাভোগী বরিশালবাসী। আর তাই এই নগরীকে বানিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে মহা পরিকল্পনা গ্রহন করেছে বিসিসি কর্তৃপক্ষ। তিনি আরো বলেন এই বরিশাল নগরীর জণসাধারন আমাকে তাদের দেখভাল করার জন্য প্রতিনিধির দায়ীত্ব দিয়েছে আমি যদি তাদের চলাচলের সড়ক,ড্রেনেজ ব্যাবস্থা সহ একটি উন্নয়ন শহরের রোল মডেল দিতে না পারি তাহলে নিজের কাছে দোষি হয়ে থাকব বলে মনে হয়।