গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলে ‘রোটারী ক্লাব অব উত্তরা’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্প পরিচালিত হয়েছে। উপজেলার লোহাদী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন এলাকার প্রায় দুই শত নারী পুরুষ চিকিৎসা সেবা নিয়েছেন। স্থানীয় আরসিসি জলপাইতলা’র ব্যবস্থাপনায় ময়মনসিংহের ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম রোগীদের ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ প্রদান করেন। এছাড়া বিভিন্ন রোগীদের বিনামূল্যে অপারেশনের সার্বিক ব্যবস্থা করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ‘রোটারী ক্লাব অব উত্তরা’র প্রেসিডেন্ট রোটারীয়ান শামসুল করিম রুকু, সেক্রেটারী রোটারীয়ান মনোয়ারা বেগম মুন্নি, আরসিসি জলপাইতলার কো-অর্ডিনেটর রোটারীয়ান এম এন কবির, সাবেক প্রেসিডেন্ট ডাঃ মোঃ সাহাদাত হোসেন, রোটারীয়ান কাউসার আহমেদ ভূঁইয়া, আতিকুর রহমান, লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক মন্জুরুল হক, সাংবাদিক আকরাম হোসেন হিরন প্রমূখ। এলাকার দরিদ্র অসহায় ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনায় আর্থিক ভাবে সহায়তা করেন রোটারী ক্লাব অব উত্তরা, আমেরিকা প্রবাসী মোঃ মাহমুদ মন্জু, মামুন সিরাজুল আলম ও কাপাসিয়া বাজারের শাহীন টেইলার্স এন্ড বস্ত্রলয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান শাহীন। এছাড়া বারিষাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলু, লোহাদী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসী চক্ষু শিবির পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতা করেন।